এবার ম্যারাডোনা, পেলের পাশে বসলেন মেসি

ছবি: সংগৃহীত

 

আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের স্বাদ পাইয়ে একের পর এক বিশেষ সম্মাননায় ভেসে চলেছেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী লিওনেল মেসি। চলতি বছর ফিফা বর্ষসেরা ফুটবলার হিসেবে জিতেছেন দ্য বেস্টের শিরোপা। ধারণা করা হচ্ছে রেকর্ড অষ্টমবারের মতো তার হাতেই উঠতে যাচ্ছে ব্যালন ডি’অরের শিরোপাও।

 

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন এ এ অধিনায়ক বর্তমানে আর্জেন্টিনায় অবস্থান করছেন দুটি প্রীতি ম্যাচ খেলতে। প্রথম ম্যাচে পানামার বিপক্ষে ম্যাচে অংশ নিয়ে দলের জয়েও ভূমিকা রেখেছেন তিনি। দুর্দান্ত ফ্রি-কিক থেকে পেয়েছেন গোলও। দ্বিতীয় ম্যাচটি খেলতে মাঠে নামবে আগামীকাল বুধবার (২৯ মার্চ) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়।

মাঝের এই সময়টাতে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন বিরল সম্মাননা দিয়েছে মেসিকে। তার নামে আর্জেন্টিনা জাতীয় দলের অনুশীলন গ্রাউন্ডে খেলোয়াড়দের বাসভবনের নামকরণ করেছে তারা। সোমবার (২৭ মার্চ) দক্ষিণ আমেরিকান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের কাছ থেকে আরও এক সম্মাননা পেয়েছেন মেসি। যেটি নিজেও কখনো কল্পনা করেননি।

 

বিশ্বের সেরা মেসিকে সম্মান জানাতে কনমেবল তার সমান উচ্চতার এক ভাস্কর্য গড়েছে। সেটি উন্মোচনের অনুষ্ঠানে পুরো আর্জেন্টিনা দল এবং আর্জেন্টাইন ফেডারেশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া উপস্থিত ছিলেন। ভাস্কর্যের পাশে দাঁড়িয়ে মেসি নিজে ছবি তুলেছেন। যেই ভাস্কর্যের জায়গা হবে কনমেবল জাদুঘরে। যেখানে আগে থেকেই জায়গা করে নিয়েছেন প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তী দিয়াগো ম্যারাডোন ও প্রয়াত ব্রাজিল কিংবন্তী পেলে।

 

উক্ত অনুষ্ঠানে বিশ্বকাপজয়ী পুরো আর্জেন্টিনাকে বিশেষ সম্মান জানিয়েছে কনমেবল। বিশ্বকাপের সময় ভাইরাল হয়ে পড়া ১২ বছর বয়সী আর্জেন্টিনা ভক্ত হোসে আনদ্রাদার কথায় চোখ ভিজেছে যায় আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি, মিডফিল্ডার এনসো ফের্নান্দেসসহ অনেকের।

 

ম্যারাডোনাকে নিয়ে বিশেষ গান গাওয়া আর্জেন্টাইন গায়িকা সোলেদাদ পাস্তোরুত্তি বিশেষ গান গেয়েছেন মেসি ও আর্জেন্টিনা দলকে নিয়ে।

 

সোমবার (২৭ মার্চ) ভাস্কর্য উন্মোচনের পর মেসি বলেন, এটা আসলেই অনেক বিশেষ কিছু। কখনও স্বপ্নেও ভাবিনি এমন কিছু হবে। আমার স্বপ্ন তো ছিল শুধুই আশৈশব যেটা পছন্দ করতাম, সেটা করতে পারা, পেশাদার ফুটবলার হওয়া, ফুটবল খেলে যাওয়া।

 

আর্জেন্টিনার জার্সিতে সাফল্য পাওয়া মেসি এখনো ভুলেননি তার আগের ব্যর্থতায় ধূসর অতীতের কথা। অতীতের কথা স্মরণ করে মেসি বলেন, অনেক হতাশা সয়েছি, অনেক হার দেখেছি। কিন্তু সবসময় সামনে তাকিয়েছি। সবসময় এই একটা জয়ের খোঁজে থেকেছি। এটাই গুরুত্বপূর্ণ। নিজের স্বপ্নের পেছনে ছোটা, এটা মনে গেঁথে নেয়া যে জীবনে যেকোনো কিছুই সম্ভব। আর ফুটবলটাকে উপভোগ করে যাওয়া, যেটা আমার জন্য, আমাদের সবার জন্য সবচেয়ে সুন্দর বস্তু।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আজানের সময় মাথায় কাপড় দেওয়া কি জরুরি কিছু?

» দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম

» ধানমন্ডি ৩২ নম্বরে ঢুকে পড়েছে ছাত্র-জনতা, চলছে ভাঙচুর

» ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ব্যারিস্টার জায়মা রহমান

» সংস্কারের কথা বলে দেরি করা ষড়যন্ত্র কি না দেখতে হবে: তারেক রহমান

» ছয়মাস ধরে অন্তর্বর্তী সরকার সময় নষ্ট করেছে : মান্না

» সোয়া কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

» ‘আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ৪৮ ঘণ্টার আলটিমেটাম’

» ফাইনালে ওঠার লড়াইয়ে টস হেরে ব্যাটিংয়ে খুলনা

» যুব ও ক্রীড়া উপদেষ্টার সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

এবার ম্যারাডোনা, পেলের পাশে বসলেন মেসি

ছবি: সংগৃহীত

 

আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের স্বাদ পাইয়ে একের পর এক বিশেষ সম্মাননায় ভেসে চলেছেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী লিওনেল মেসি। চলতি বছর ফিফা বর্ষসেরা ফুটবলার হিসেবে জিতেছেন দ্য বেস্টের শিরোপা। ধারণা করা হচ্ছে রেকর্ড অষ্টমবারের মতো তার হাতেই উঠতে যাচ্ছে ব্যালন ডি’অরের শিরোপাও।

 

বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন এ এ অধিনায়ক বর্তমানে আর্জেন্টিনায় অবস্থান করছেন দুটি প্রীতি ম্যাচ খেলতে। প্রথম ম্যাচে পানামার বিপক্ষে ম্যাচে অংশ নিয়ে দলের জয়েও ভূমিকা রেখেছেন তিনি। দুর্দান্ত ফ্রি-কিক থেকে পেয়েছেন গোলও। দ্বিতীয় ম্যাচটি খেলতে মাঠে নামবে আগামীকাল বুধবার (২৯ মার্চ) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়।

মাঝের এই সময়টাতে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন বিরল সম্মাননা দিয়েছে মেসিকে। তার নামে আর্জেন্টিনা জাতীয় দলের অনুশীলন গ্রাউন্ডে খেলোয়াড়দের বাসভবনের নামকরণ করেছে তারা। সোমবার (২৭ মার্চ) দক্ষিণ আমেরিকান ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের কাছ থেকে আরও এক সম্মাননা পেয়েছেন মেসি। যেটি নিজেও কখনো কল্পনা করেননি।

 

বিশ্বের সেরা মেসিকে সম্মান জানাতে কনমেবল তার সমান উচ্চতার এক ভাস্কর্য গড়েছে। সেটি উন্মোচনের অনুষ্ঠানে পুরো আর্জেন্টিনা দল এবং আর্জেন্টাইন ফেডারেশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া উপস্থিত ছিলেন। ভাস্কর্যের পাশে দাঁড়িয়ে মেসি নিজে ছবি তুলেছেন। যেই ভাস্কর্যের জায়গা হবে কনমেবল জাদুঘরে। যেখানে আগে থেকেই জায়গা করে নিয়েছেন প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তী দিয়াগো ম্যারাডোন ও প্রয়াত ব্রাজিল কিংবন্তী পেলে।

 

উক্ত অনুষ্ঠানে বিশ্বকাপজয়ী পুরো আর্জেন্টিনাকে বিশেষ সম্মান জানিয়েছে কনমেবল। বিশ্বকাপের সময় ভাইরাল হয়ে পড়া ১২ বছর বয়সী আর্জেন্টিনা ভক্ত হোসে আনদ্রাদার কথায় চোখ ভিজেছে যায় আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি, মিডফিল্ডার এনসো ফের্নান্দেসসহ অনেকের।

 

ম্যারাডোনাকে নিয়ে বিশেষ গান গাওয়া আর্জেন্টাইন গায়িকা সোলেদাদ পাস্তোরুত্তি বিশেষ গান গেয়েছেন মেসি ও আর্জেন্টিনা দলকে নিয়ে।

 

সোমবার (২৭ মার্চ) ভাস্কর্য উন্মোচনের পর মেসি বলেন, এটা আসলেই অনেক বিশেষ কিছু। কখনও স্বপ্নেও ভাবিনি এমন কিছু হবে। আমার স্বপ্ন তো ছিল শুধুই আশৈশব যেটা পছন্দ করতাম, সেটা করতে পারা, পেশাদার ফুটবলার হওয়া, ফুটবল খেলে যাওয়া।

 

আর্জেন্টিনার জার্সিতে সাফল্য পাওয়া মেসি এখনো ভুলেননি তার আগের ব্যর্থতায় ধূসর অতীতের কথা। অতীতের কথা স্মরণ করে মেসি বলেন, অনেক হতাশা সয়েছি, অনেক হার দেখেছি। কিন্তু সবসময় সামনে তাকিয়েছি। সবসময় এই একটা জয়ের খোঁজে থেকেছি। এটাই গুরুত্বপূর্ণ। নিজের স্বপ্নের পেছনে ছোটা, এটা মনে গেঁথে নেয়া যে জীবনে যেকোনো কিছুই সম্ভব। আর ফুটবলটাকে উপভোগ করে যাওয়া, যেটা আমার জন্য, আমাদের সবার জন্য সবচেয়ে সুন্দর বস্তু।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com