সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : অযোগ্য, গম চোরদের হাতে দেশ পরিচালনা ক্ষমতা তুলে না দেওয়ার অনুরোধ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, বাংলাদেশটাকে আর অযোগ্য নেতাদের হাতে তুলে দিয়েন না, গম চোরদের হাতে তুলে দিয়েন না। আমরা চাই সৎ, যোগ্য ও বাংলাদেশকে যারা ধারণ করে তাদের হাতে তুলে দেন।
এসময় তিনি এনসিপিকে বাংলাদেশপন্থি দল উল্লেখ করে বলেন, ক্ষমতার উৎস দিল্লি নয়, ক্ষমতার উৎস কোনো ব্যবসায়ী নয়। ক্ষমতার উৎস কেবল জনগণ। পিন্ডি, দিল্লি, লন্ডন, আমেরিকার ওপর নির্ভর করতে চাই না।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে মেহেরপুরের গাংনীতে এক পথসভায় এসব কথা বলেন তিনি। কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চক্রান্ত করছে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, এ কারণে তারা বিচারও চায় না, সংস্কারও চায় না। তারা দ্রুত নির্বাচন চাইলে, বিচার ও সংস্কার চাইতো।
এর আগে, সকালে কুষ্টিয়ায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে আবরার ফাহাদ মাইলফলক ছিলেন। তার মৃত্যু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে ও বাংলাদেশের রাজনীতিতে মোড় ঘুরিয়ে দিয়েছিল। প্রতিবাদের মিছিলে দিল্লি না ঢাকা স্লোগান দেওয়া হয়েছিল। সেই স্লোগানই ফ্যাসিবাদের বিরুদ্ধে জুলাইয়ে আবার দেওয়া হয়।’
‘ভারতীয় আগ্রাসনবিরোধী মত ও বাংলাদেশপন্থি মত ধারণ করেই জুলাই অভ্যুত্থান হয়েছে। এ চেতনা ধারণ করেই জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে,’ বলেন তিনি।
বিগত ১৬ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে প্রাণ দেয়া সবার স্মৃতিচারণ করেন এনসিপির আহ্বায়ক বলেন, ‘তাদের আত্মত্যাগের স্বীকৃতির জন্য এনসিপি বাংলাদেশপন্থি রাজনীতির সূচনা করতে চায়।’