ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : শুধুমাত্র কক্সবাজারের ঘটনা নয় প্রতিনিয়ত এনসিপির শীর্ষ নেতারা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম।
রোববার (১০ জুলাই) বিকেলে রাজধানীর বাংলামোটরে জাতীয় যুবশক্তির কার্যালয়ে জাতীয় যুব সম্মেলন ২০২৫ উপলক্ষে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক পক্ষ তরুণ নেতৃত্বকে মেনে নিতে পারছে না বলে নানাভাবে তাদের বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে। তরুণ নেতৃত্ব না থাকলে নতুন বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা ব্যাহত হবে।
তিনি আরও বলেন, গতানুগতিক ধারা থেকে বের হয়ে যুবশক্তি যুবকদের একটি শক্তিশালী প্লাটফর্ম হবে। আগামী ১২ আগস্ট যুব ইশতেহার প্রকাশ করা হবে বলেও জানান তিনি।