সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ঠেকাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক অবরোধ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার সকাল ১০টা থেকে উপজেলার অবদার হাট এলাকায় পয়সারহাট-গোপালগঞ্জ সড়ক অবরোধ করা হয়।
এসময় তারা সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে রেখেছে। লাঠিসোঠা নিয়ে অবস্থান নিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বন্ধ রয়েছে গোপালগঞ্জ-পয়সারহাট সড়কে সব ধরনের যান চলাচল।
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামিম দারিয়া বলেন, গোপালগঞ্জের মাটিতে কোনো ক্রমেই এনসিপির সমাবেশ করতে দেওয়া হবে না। আমাদের গায়ে একবিন্দু রক্ত থাকতে তারা কোটালীপাড়ার উপর দিয়ে গোপালগঞ্জ যেতে পারবে না। আমরা পুলিশ প্রশাসনের ভাইদেরকে জানিয়েছি। আপনার আমাদের ভাই। আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই। অবৈধ ইউনুচ সরকারের কোনো এজেন্ডা যদি আপনারা বাস্তবায়ন করতে যান তাহলে আপনাদের আমরা একবিন্দু ছাড় দিব না।
কোটালীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি গাজী খসরু বলেন, আমরা ধারণা করছি জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতৃবৃন্দ বরিশাল থেকে গৌরনদী হয়ে কোটালীপাড়ার উপর দিয়ে গোপালগঞ্জ যেতে পারেন। তাই আমরা কোটালীপাড়ায় অবস্থান নিয়েছি।
কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, আমরা আজকের এই প্রতিরোধে বাধা দিয়েছিলাম। কিন্তু তারা পুলিশের বাধাকে উপেক্ষা করে আর সড়কটি অবরোধ করে রেখেছে। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। যেহেতু আমাদের পর্যাপ্ত ফোর্স নেই আমরা তাদেরকে প্রতিরোধ করতে গেলে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে। তবে তারা সড়কে শান্তিপূর্ণভাবে অবস্থান করছে।