সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : মার্চ টু জুলাই পদযাত্রা শেষ করে ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়ি বহরে হামলা করেছে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি চালিয়েছে পুলিশ। এ ঘটনায় আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১৬ জুলাই) সমাবেশ শেষ করে ফেরার পথে চৌরঙ্গি মোড়ে এনসিপির গাড়ি বহরকে লক্ষ করে দুই দিক থেকে অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়।
এনসিপির সব নেতাকর্মীরা নিরাপদে বেরিয়ে যেতে পেরেছে কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে, দুপুর দেড়টার দিকে শহরের পৌর পার্কে সমাবেশ মঞ্চে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলার ঘটনা ঘটে। নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সেখানে চেয়ার ভাঙচুর করে।