ফাইল ফটো
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি নির্বাচনে আসুক এটা আওয়ামী লীগ চায়। অপরাজনীতি থেকে বেরিয়ে এসে নির্বাচন করুক, এখনো সেই সময় আছে।
আজ সচিবালয়ে তার নিজ কক্ষে ড. হাছান মাহমুদ এসব কথা বলেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া উন্নয়ন সম্ভব না। তাই অপরাজনীতি থেকে দেশকে মুক্ত করতে হবে।
ড. হাছান মাহমুদ বলেন, সাত সমুদ্র তের নদীর ওপার থেকে নির্দেশনা দিয়ে দল রক্ষা করা যাবে না। বিএনপির যাদের যোগ্যতা আছে তারা নির্বাচনমুখী। আর যাদের নির্বাচন করার যোগ্যতা নেই তারাই নির্বাচন বানচালের কথা বলে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আরো বলেন, দিনের পর দিন অবরোধ ডেকে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করে কোনো লাভ হবে না। তাদের কর্মসূচি কেউ মানছে না।
ইসির তফসিল পরিবর্তনের বিষয় নিয়ে তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন যেভাবে নির্বাচনের তারিখ ঠিক রেখে অন্যান্য তারিখ পরিবর্তনের ঘোষণা দিয়েছে তা যথার্থ।