সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ‘নিরাপদ জীবনের জন্য বার বার লড়াই করছি। মানুষ জীবন দিচ্ছে কিন্তু ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। এক চাঁদাবাজ খেদালে আরেক চাঁদাবাজ এসে হাজির হয়।’
বুধবার (২৩ জুলাই) বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে এনসিপির শোক পদযাত্রা পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন।
আবদুল হান্নান মাসউদ বলেন, ‘রাস্তায় নিরাপত্তা নেই। মেয়াদোত্তীর্ণ গাড়ি আমাদের চাপা দিয়ে চলে যায়। আমাদের হাসপাতালে নিরাপত্তা নেই। সেখানে ভালো চিকিৎসা পাই না। শ্রেণিকক্ষে নিরাপত্তা নেই। বিমান এসে আমাদের ছাত্র-ছাত্রীদের হত্যা করে। আমাদের নিরাপত্তা ঘরে নেই। সেখান থেকে ধরে নিয়ে গুম করে ফেলা হয়। আমাদের ব্যবসায়ীরা নিরাপদ নেই। চাঁদা না দিলে পিটিয়ে রাস্তায় হত্যা করা হয়।’
তিনি বলেন, ‘আমাদের পূর্বপুরুষরা ২০০ বছর লড়াই করে ব্রিটিশদের খেদিয়েছে। পাকিস্তান থেকে এ দেশকে আলাদা করেছে, যাতে করে পরবর্তী প্রজন্ম একটি নিরাপদ বাংলাদেশে বসবাস করতে পারে। ১৯৯০ সালে স্বৈরাচার হটিয়েছে যাতে জনগণ শান্তিতে থাকতে পারে। কিন্তু দুঃখের বিষয় ব্রিটিশ খেদানোর ৭৫ বছর পরে, পাকিস্তানি হানাদার খেদানো ৪৫ বছর পরে ও এরশাদ খেদানোর প্রায় ৩০ বছর পরেও আমাদের কোনো নিরাপত্তা নেই।’
হান্নান মাসউদ বলেন, ‘পুরো দেশ দুর্নীতিতে ভরে গেছে। যতগুলো ঘটনাই ঘটে আমরা এক শোক র্যালি, শোকযাত্রা করি এরপর শেষ। রানা প্লাজায় শ্রমিকরা নিরাপদ ছিল না। আইন অমান্য করে রানা প্লাজা তৈরি করা হয়েছে। আমরা তাজরীন গার্মেন্টসের কথা ভুলে যায় নাই। সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় শত শত গার্মেন্টস কর্মী নিহত হয়েছে।’
এ সময় জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমীন, যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, কেন্দ্রীয় সংগঠক মাজহারুল হানিফ, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব নাহিদা সারোয়ার নিভা প্রমুখ উপস্থিত ছিলেন।