সংগৃহীত ছবি
ডেস্ক রিপোর্ট :রাজধানীর কারওয়ান বাজারে বেসরকারি টেলিভিশন স্টেশন একুশে টিভি ভবনের (জাহাঙ্গীর টাওয়ার) নিচতলায় একটি কফিশপে আগুন লেগেছে।
আজ রাত ৮টা ২২ মিনিটের দিতে সেখানে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোলরুম থেকে অপারেটর আহসান হাবিব আগুন লাগার এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, কারওয়ান বাজারে একুশে টিভির ভবনের নিচতলায় একটি কফিশপে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে। তারা আগুন নেভানোর চেষ্টা করছেন। বিস্তারিত পরে জানানো হবে।