ফাইল ছবি
অনলাইন ডেস্ক :মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের আলোচিত সাহেন শাহ হত্যা মামলাসহ একাধিক হত্যা ও মাদক মামলার আসামি সন্ত্রাসী লালা ওরফে মোক্তার লালাকে (৫৫) গ্রেফতার করেছে র্যাব-২।
রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেন সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু।
র্যাব জানায়, মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের আলোচিত সাহেন শাহ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক ব্যবসায়ী ভূইয়া সোহেল ও কলিন জাম্বু গ্রুপের অন্যতম সদস্য লালা ওরফে মোক্তার লালা মোহাম্মদপুরের আল্লাহ করিম এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেই স্থানে র্যাব-২ এর টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
লালার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় সাহেন শাহ হত্যা সহ তিনটি হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।