মূলঃ হারুকি মুরাকামি (উপন্যাস- নরওয়েজিয়ান উড)
মিডোরি’র সাথে তরু’র প্রথম সাক্ষাৎ
“তুমি কি সবসময় একাকী ভ্রমণ করো?” মিডোরি জিজ্ঞেস করল।
“হুম।”
“তুমি কি নির্জনতা পছন্দ করো? “হাতের ওপর কপোল রেখে সে আবার জিজ্ঞেস করল।”এই যেমন, একাকী ভ্রমণ করা, একাকী খাওয়া, লেকচার হলের মধ্যে একাকী বসে থাকা…..”
“কেউই একাকী থাকতে খুব একটা পছন্দ করে না।তবে আমার ক্ষেত্রে আমি নির্দিষ্ট পথের বাইরে গিয়ে কারো সঙ্গে বন্ধুত্ব স্থাপন করি না, এই যা। এই ধরণের সম্পর্ক আমাকে আরও বেশি হতাশ করে।”
মুখে ইয়ারপিসের সামনের অংশ ও ঝুলে থাকা সানগ্লাস নিয়ে মিডোরি বিড়বিড় করে বলল,“‘কেউই একা থাকতে পছন্দ করে না। আমি কেবল হতাশ হতে ঘৃণা করি।’ তুমি যদি কখনো নিজের অটোবায়োগ্রাফি লিখ, তাহলে সেখানে এই লাইনটি ব্যবহার করতে পারো।”
সূএ: ডেইলি-বাংলাদেশ