ছবি: অন্তর্জাল, প্রতীকী
মোহাম্মদ আসাদুল্লাহ :
মূল: পাবলো নেরুদা, বই- গিফট অফ এ পোয়েট ( Pablo Neruda, Gift of a Poet)
“রাতে আমি স্বপ্ন দেখি
যে তুমি আর আমি দুটো চারাগাছ
যারা একসাথে বড় হয়েছে,
যাদের শিকড়্গুলো
পরস্পরের সাথে জড়ানো,
এবং তুমি পৃথিবী ও বৃষ্টিকে জানো
আমার মুখের মতো,
কারণ আমাদেরকে সৃষ্টি করা হয়েছে
মাটি ও বৃষ্টির জল দিয়ে।
আমি মনে করি মৃত্যুর পর
আমরা শুয়ে থাকব
ঈশ্বরের পায়ের তলার গভীরে,
সমুদ্রের দিকে তাকিয়ে
যা আমাদেরকে এনেছিল গড়তে ও ভালোবাসতে।
সূএ:ডেইলি-বাংলাদেশ