সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক:বোর্ডার-গাভাস্কার সিরিজের পঞ্চম টেস্টের দ্বিতীয় দিন ১৫ উইকেটের পতনে রোমাঞ্চের অপেক্ষায় সিডনি। এই ম্যাচে ভারতের সামনে রয়েছে সিরিজ ড্রয়ের সুযোগ। অপরদিকে ঘরের মাঠে আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ অস্ট্রেলিয়ার সামনে।
শনিবার সিডনি টেস্টের দ্বিতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করেছে ভারত। এতে দ্বিতীয় দিন শেষে তাদের লিড ১৪৫ রান।
প্রথমদিন ১১ এবং আজ দ্বিতীয় দিন উভয় দল ১৫ উইকেট হারিয়েছে। যেখানে প্রথম ইনিংসে ভারত ১৮৫ রানে গুটিয়ে যাওয়ার পর, অস্ট্রেলিয়া অলআউট হয়েছে ১৮১ রানে। ফলে সফরকারীরা ৪ রানের লিড পায়।
এক উইকেটে ৯ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল অস্ট্রেলিয়া। সকালে সুবিধা করতে পারেননি অজি ব্যাটাররা। ভারতীয় বোলারদের পেসে রীতিমতো পুড়েছেন অজিরা।
মাত্র ২ রান করে ফেরেন গতকালের অপরাজিত ব্যাটার মার্নাস ল্যাবুশেন। এরপর স্টিভেন স্মিথকে সঙ্গে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন স্যাম কনস্টাস। কিন্তু ২৩ রান করে সিরাজের শিকারে পরিণত হন এই ওপেনার। এরপর হেডকেও ফেরান সিরাজ। তাতে ৩৯ রানে ৪ উইকেট হারায় অজিরা।
দলের এমন বাজে অবস্থায় হাল ধরেন স্মিথ ও বো ওয়েবস্টার। দু’জনের ৫৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর আভাস দেয় অস্ট্রেলিয়া। কিন্তু স্মিথ ৩৩ রান করে বিদায় নিলে আবারও ধস নামে তাদের ব্যাটিংয়ে।
মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডারের ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মাঝে। একমাত্র ওয়েবস্টার ছিলেন ব্যতিক্রম। তিনি পেয়েছেন ফিফটির দেখা। ১০৫ বলে ৫৭ রান করেছেন তিনি। তার গুরুত্বপূর্ণ এই ইনিংসে ভর করেই ম্যাচে টিকে আছে অস্ট্রেলিয়া। যদিও ৪ রানের লিড পেয়েছে ভারত।
লিড নিয়েও বেশি দূর যেতে পারেনি সফরকারী ভারত। দলীয় ৭৮ রানে ৪ উইকেট হারায়ৎ সফরকারীরা। এরপর মাঝে ঝড়ো ইনিংস খেলেন ঋশভ পন্থ। ৪ ছয় ও ৬ চারে তিনি ৩৩ বলে ৬১ রান করে সাজঘরে ফিরেন। দিন শেষে ৬ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করেছে ভারত।
অস্ট্রেলিয়ার পক্ষে স্কট বোলান্ড একাই নিয়েছেন ৪ উইকেট।