শাহনাজ পারভীন মিতা:
একটি বিকেল দাও তুমি আমায়
নির্জন নদী পাড়,শুধুই তুমি আমি দুজন।
মাথার ওপর উড়ে যাবে পাখির ঝাঁক
আবিষ্ট মন দৃষ্টি দূর পথের বাঁক।
কখনও অবিরাম হেটে চলা
তন্ময় মনে গানের সুর বেজে চলা,
কখনও এক কাপ চা মুখোমুখি
চোখে চোখ গভীর চোখাচোখী।
সূর্য ডোবার ক্ষণ নদীজল ঝিকিমিক
নদী নিরবধি প্রেম শুধুই ছন্দে কাব্যিক,
সেই বিকেলে শুধুই তুমি আমি
গভীর অনুভবে সাক্ষী অন্তর্যামী।
সেই স্বর্ণালী সন্ধ্যায় কত আহাজারি
গভীর প্রেম চুপকথার ছড়াছড়ি,
দুটি মন গহন গোপন ভালোবাসায়
একটি বিকেল শুধুই থাকে অপেক্ষায় ।
নদীতীর নিস্তব্ধ বিকেল দূর শহর
দুটি মন নিশ্চুপ ক্ষণ হৃদয় প্রহর।
Facebook Comments Box