এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রাপ্ত ফলাফলে সন্তুষ্ট না হওয়ায় পরীক্ষার পুনর্মূল্যায়নের জন্য যারা আবেদন করেছেন রবিবার তাদের ফলাফল প্রকাশ করা হবে। আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড এ তথ্য জানিয়েছে।
এবার এইচএসসি পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০ হাজার ৮০০ জন শিক্ষার্থী পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছেন। কেউ কেউ একটি বিষয়ে আবার কেউ একাধিক বিষয়ে আবেদন করেছেন। আবেদনপত্রের সংখ্যা প্রায় ৩০ হাজার। আর রসায়ন বিষয় পুনর্মূল্যায়নের জন্য তিন হাজার ১০০ আবেদন জমা পড়েছে। গত ২০ ফেব্রুয়ারি আবেদন গ্রহণ শেষ হয়।
এছাড়াও মাদরাসায়, কারিগরি ও সাধারণ অন্যান্য শিক্ষা বোর্ডে প্রায় চার লাখ আবেদন জমা পড়েছে।
শিক্ষা বোর্ডের সংশ্লিষ্টরা জানান, পুনর্মূল্যায়নের জন্য যেসব শিক্ষার্থী যে বিষয়ে আবেদন করবে তাদের উত্তরপত্রের প্রাপ্ত নম্বর ঠিকমতো যোগ করা হয়েছে কি না তা পুনরায় মূল্যায়ন করা হয়ে থাকে। নতুন করে উত্তরপত্র মূল্যায়ন করা হয় না। এতে করেও কারো কারো ফলাফল পরিবর্তন হয়ে থাকে। কেউ আবার ফেল থেকেও জিপিএ-৫ পেয়ে যান।
এবার এইচএসসি-সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে পাস করেছে ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন। পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৯ হাজার ১৬৯ জন, এর হার শতকরা ১৩ দশমিক ৭৯ শতাংশ।
২০২০ সালে অটোপাস হওয়ায় পাসের হার ছিল শতভাগ। আর জিপিএ-৫ পেয়েছিল এক লাখ ৫৩ হাজার ৬১৪ জন। পরদিন ১৪ ফেব্রুয়ারি থেকে এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষার আবেদন শুরু হয়।