সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : বর্তমান উপদেষ্টা পরিষদের যে ‘ফিটনেস’, তা দিয়ে জাতীয় নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
মঙ্গলবার (১ জুলাই) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক আলোচনা সভায় নুরুল হক এ কথা বলেন। ‘কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন (২০১৮-২০২৪)’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে গণ-অধিকার পরিষদ।
জাতীয় সরকার গঠনের আহ্বান জানিয়ে নুরুল হক নুর বলেন, ‘জুলাই বিভাজন নয়, ঐক্যের প্রতীক। আমরা শুরু থেকেই জাতীয় সরকার গঠনের কথা বলে আসছি। জাতীয় সরকার না হওয়ায় আজকে দেশে এই পরিস্থিতি তৈরি হয়েছে। যে যেভাবে পারছে, সেভাবে কাজ করছে। কোনো কোনো দল ভাবছে, তারা ক্ষমতায় চলে এসেছে। কিছুই মানতে চায় না। বিভেদ তৈরি হয়, এমন বক্তব্য থেকে সবার দূরে থাকা উচিত।
নুরুল হক নুর আরও বলেন, ঐকমত্য কমিশনে বেশির ভাগ নেতাকর্মীর কণ্ঠেই অনৈক্যের সুর। প্রয়োজনে গণভোট আয়োজনের আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগ নিষিদ্ধে প্রধান উপদেষ্টার বকতএব্য হতাশা ব্যক্ত করে নুর বলেন, ‘লন্ডনে প্রধান উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বলছেন তা দুঃখজনক। আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা হতাশ। সবাই আপস করলেও আওয়ামী লীগের প্রশ্নে গণ-অধিকার পরিষদ আপস করবে না। অনেকেই আবার জাতীয় পার্টিকে ফেরানোর কথা বলছে। আমরা স্পষ্ট বলছি, জাতীয় পার্টি হলো আওয়ামী লীগের দোসর। ১৪ দলের প্রশ্নে আমরা কোনো আপস করব না। এই প্রশ্নে কোনো রাজনৈতিক দল বা উপদেষ্টা কাউকে ছাড় দেওয়া হবে না।
গণ-অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ‘গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া সবার কৃতিত্ব স্বীকার করতে হবে। সবার মধ্যে একতা ধরে রাখতে হবে। ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে বিভাজন সৃষ্টি হলেই আওয়ামী লীগ ফিরে আসবে। আর হাসিনা যদি ফিরে আসে, তবে সব বিপ্লবীকে ফাঁসিতে ঝোলাবে। তাই আসুন, সবার মধ্যে ঐক্য সৃষ্টি করি। নিজেদের মধ্যে সহনশীলতা ছাড়া সেই ঐক্য সম্ভব নয়। ঐক্য কেউ একলা চাইলে হবে না, সবার আন্তরিকতা থাকতে হবে। তাহলেই নতুন বাংলাদেশ গঠন করা সম্ভব হবে।
গণ-অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য মাহফুজুর রহমান খানের সঞ্চালনায় আলোচনা সভায় দলটির মুখপাত্র ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দীন, উত্তরের সভাপতি মিজানুর রহমান বক্তব্য দেন।