ইউক্রেন ইস্যুতে তৈরি হওয়া উত্তেজনার মাঝেই উত্তর কোরিয়া নতুন শক্তিশালি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। পিয়ংইয়ং থেকে পূর্ব সাগরের দিকে ওই ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। বেইজিং উইন্টার অলিম্পিক চলার এক মাস তুলনামূলক নীরব থাকার পর দেশটি এ পরীক্ষা চালালো। খবর সিএনএন এর।
এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে, সকাল ৭টা ৫২ মিনিটে আমাদের সামরিক বাহিনী পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে পূর্ব সাগরের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি শনাক্ত করেছে।
সর্বশেষ পরীক্ষা চালানো এই ক্ষেপণাস্ত্রটি ৩০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। এটি সম্পর্কে দক্ষিণ কোরিয়া ও মার্কিন গোয়েন্দা সংস্থা আরো পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। জাপানও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর নিশ্চিত করেছে।
এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ব্লু হাউস পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, বিশ্ব যখন ইউক্রেন সঙ্কট মোকাবেলার চেষ্টা করছে তখন এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো দুঃখজনক।