সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক :দক্ষিণ কোরিয়ার মাটিতে ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনায় জেজু এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কিম ই-বে কে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির পুলিশ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি দেশত্যাগ করতে পারবেন না তিনি। খবর আল জাজিরার।
গত রবিবার জেজু এয়ারলাইন্সের ফ্লাইট ২২১৬ উড়োজাহাজটি ১৮১ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয়। এতে ১৭৯ জন মারা যান। এ ঘটনায় তদন্ত শুরু করেছে দক্ষিণ কোরিয়া এভিয়েশন কর্তৃপক্ষ। তদন্তের মধেই বৃহস্পতিবার জেজু উড়োজাহাজ সংস্থার প্রধানের ওপর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হল।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, তারা দ্রুতই উড়োজাহাজ দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ণয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার সকালে জেওনাম প্রদেশের পুলিশ সংস্থা মউন বিমানবন্দরে উড়োজাহাজ দুর্ঘটনা এলাকায় অনুসন্ধান চালিয়েছে।
গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বোয়িং ৭৩৭-৮০০ এর দুটি ব্ল্যাক বক্স উদ্ধার করেছে এবং সেগুলোর ডাটা বিশ্লেষণের জন্য যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে। দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জেজু এয়ারলাইন্সের সব বহরে থাকা বোয়িংগুলোতে তদন্ত শুরু করেছে। এছাড়া দেশটির সমস্ত এলারলাইন্সে তারা পরীক্ষা চালাবে।