কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে নিহত মো. সলিম উল্লাহ হত্যা মামলায় আরো দুইজনকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গত শুক্রবার রাত সোয়া দুইটার দিকে আশ্রয়শিবিরের (ক্যাম্প-১) ডি-১ ব্লকের বালুরমাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ঐ ক্যাম্পের ডি-ব্লকের আবদুল লতিফের ছেলে মো. ইব্রাহিম এবং আবুল হাশিমের ছেলে মো. রফিক। তারা রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের সদস্য।
শনিবার বিকেলে দুজনকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়ে এপিবিএন-১৪ এর অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক বলেন, গ্রেফতারকৃতরা সলিম উল্লাহ হত্যা মামলার এজাহারনামীয় আসামি।
গত ১৫ জুন রাতে কুতুপালং ক্যাম্পের সি-ব্লকে হামলা চালায় রোহিঙ্গা সন্ত্রাসীরা। এ সময় রোহিঙ্গা সন্ত্রাসীদের আরেকটি গ্রুপ মুন্নাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে মো. সলিম উল্লাহ নিহত হন। তিনি কুতুপালং আশ্রয়শিবিরের (ক্যাম্প-২, পশ্চিম) সি-২ ব্লকের বাসিন্দা আবদুস শুক্কুরের ছেলে।