লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫এপ্রিল) সন্ধ্যায় প্রেসক্লাব হলরুমে মত বিনিময় সভা ইসলামপুর উপজেলা জাতীয় নাগরিক কমিটি নেতা আতিকুল্লাহ রহমান আতিক এতে সভাপতিত্ব করেন।
সভায় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য রুবেল মিয়া,জেলা নাগরিক কমিটির সদস্য নূরনবী ইসলাম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান তারেক,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার যুগ্ম আহবায়ক জিহাদী হাসান খান নাবিল, আঃ হাকিম,মো. রিফাত প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা আগামী দিনে জাতীয় নাগরিক পার্টি সার্বিক কর্মকাণ্ডে সকলকে সহযোগিতা কামনা করেন।
এতে জাতীয় নাগরিক পার্টির অন্যান্য সদস্যবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box