লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদে পাপ মোচনের উদ্দেশ্যে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান শুরু হয়েছে।
শনিবার (০৫ এপ্রিল) বীর উত্তম খালেদ মোশারফ ব্রিজ সংলগ্ন পাইলিং ঘাট এলাকায় ভোর থেকে অষ্টমী স্নান শুরু করেছে হাজারো পুণ্যার্থী।
চৈত্র মাসের অষ্টমী তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা পাপ মোচনের জন্য প্রতিবছর ব্রহ্মপুত্র নদে পূর্ণ্যস্থান সম্পন্ন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শাহ্ আবীর আহম্মেদ বিপুল মাস্টার, হিন্দু কল্যাণ ট্রাস্টের সাবেক সভাপতি নারায়ণ কর্মকার, গৌড় নিতাই আশ্রম হরিসভা মন্দিরের সহ-সভাপতি রিপন বন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
স্নানোৎসবে থানা পুলিশ, ফায়ার সার্ভিস সদস্য, বিভিন্ন গোয়েন্দা সংস্থা সদস্যরা নিরাপত্তা দায়িত্ব পালন করেন।
Facebook Comments Box