লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি ॥ জামালপুরের ইসলামপুরে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় অটল মিয়া (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ আগষ্ট) সকালে উপজেলার চিনাডুলী ইউনিয়নের আমতলী বাজার এলাকায় টারজান পাহলোয়ানের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত অটল মিয়া একই এলাকার মৃত সোনা মিয়ার ছেলে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আতিকুর রহমান জানান, অটল মিয়া নদী ভাঙনের শিকার। তিনি তার স্ত্রী সন্তাান নিয়ে বগুড়া জেলায় বসবাস করতেন। কয়েকদিন আগে স্ত্রীর সাথে ঝগড়া হলে অটল মিয়া রাগ করে জামালপুরে চলে আসেন। থাকার জন্য ফুফাতো ভাই টারজানের সাথে যোগাযোগ করলে টারজান ঢাকা থেকে এসে ইসলামপুরের চিনাডুলী ইউনিয়নের আমতলী বাজার এলাকায় বাড়ির চাবি দিয়ে চলে যায়। গত দুই দিন ধরে অটল মিয়া তার ফুফাতো ভাইয়ের বাড়িতে অবস্থান করছিলো। আজ সকালে কোন সাড়াশব্দ না পেয়ে তাকে ডাকতে গেলে ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে একদিন আগে সে আত্মহত্যা করেছে। ময়মাতদন্তের জন্য লাশ ্উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। তবে, এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি।