লিয়াকত হোসাইন লায়ন জামালপুর প্রতিনিধি।।জামালপুরের ইসলামপুরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করায় অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান।
রোববার (৬ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে সিএনজি স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়ায় সোহেল মিয়া নামের এক সিএনজি চালিত অটোরিকশা চালককে তাৎক্ষণিক দুই হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে রাজীব বাস কর্তৃপক্ষ ও অন্যান্য অটোরিকশা চালকদের অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার জন্য সতর্ক করে দেওয়া হয়।
ইসলামপুর থেকে বিভিন্ন স্থানে যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশার চালকেরা কর্মস্থলমুখী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠে। ঈদের দুই দিন আগে থেকে এই অব্যবস্থাপনা চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান বলেন, যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এসময় অতিরিক্ত ভাড়া আদায় করায় এক চালককে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে এবং যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।
Facebook Comments Box