লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। জামালপুরের ইসলামপুরের কুলকান্দি হার্ড পয়েন্ট এলাকায় যমুনা নদীতে নৌকা ডুবে এক কৃষকের মৃত্যু ও একজন নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার কুলকান্দি হার্ড পয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে।
মৃত্যু ব্যক্তি কুলকান্দি মধ্যপাড়া গ্রামের সঞ্চ শেখের পুত্র বিল্লাত আলী। একই এলাকার খট্টু শেখের পুত্র খবির শেখ নিখোঁজ রয়েছে।
জানাগেছে,উপজেলার কুলকান্দি পাইলিংপাড় থেকে যমুনা নদীর উপার চরে ঘাস কাটতে যাওয়ার সময় নৌকাটি উল্টে যায়। নৌকাটিতে প্রায় ৪০ জন কৃষক ছিল। বাকিরা নিরাপদ রয়েছেন বলে ওই ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান জানিয়েছেন।
এ ঘটনায় ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান,ফায়ার সার্ভিসের কর্মীসহ ২ জন ডুবুরি কাজ করছেন। উদ্ধার কাজ চলমান রয়েছে।
Facebook Comments Box