লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর।। লায়ন্স ক্লাব অব ঢাকা ড্রীম হ্যাভেনের সহযোগী প্রতিষ্ঠানের আয়োজনে জামালপুরের ইসলামপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ইসলামপুর উচ্চ বিদ্যালয় হলরুমে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির শুভ উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও লায়ন্স ক্লাব অব ঢাকা ড্রীম হ্যাভেনের পরিচালক লায়ন সুলতান মাহমুদ বাবু।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরের সার্বিক সহযোগিতায় রয়েছে লায়নক্লাব অব ঢাকা ড্রীম হ্যাভেন,ড্রাইনামিক সিটি ও লিও ক্লাব অব ঢাকা ড্রীমল্যান্ড।
এসময় ক্লাবের জেলা গভর্নর(৩১৫ বি১,বাংলাদেশ) লায়ন আশরাফ হোসেন খান হীরা, লায়ন্স ক্লাব অব ঢাকা ড্রীম হ্যাভেনের সভাপতি লায়ন গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন আলী হোসেনসহ স্থানীয় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box