লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে দুই ইট ভাটাকে জরিমানা ও সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৪মার্চ) দিনব্যাপী উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে যৌথ বাহিনী সহযোগিতায় ভ্রাম্যমান আদালত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজোয়ান ইফতেকার ও জামালপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শুকুমার সাহার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
পৌর শহরের দক্ষিণ দরিয়াবাদ মেসার্স হিয়া ব্রিকস ও পলবান্ধা গোরস্থান মোড়ে মেসার্স সদাগর ব্রিকস নামে দুইটি ইটভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ সংশোধন আইনে এর ১৯ এর ৫/১ধারা অনুযায়ী ১৫/১(খ)এর ধারা মোতাবেক অবৈধ ভাবে ইট প্রস্তুত করার দায়ে দুইটি ভাটায় সর্বমোট ৪লাখ টাকা অর্থদন্ড প্রদানসহ কার্যক্রম বন্ধ ঘোষণা সহ সিলগালা করা হয়। এ সময় ইট ভাটার চুল্লি ভেঙ্গে দেয়া হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে প্রস্তুতকৃত ইট নষ্ট করে ভাটা দুইটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজোয়ান ইফতেকার জানান,অবৈধ ইটভাটাগুলো পরিবেশের বিপর্যয় ঘটানোর পাশাপাশি নিয়ম বহির্ভূতভাবে পরিচালিত হওয়ায় এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রম অন্যান্য ইটভাটাও অভিযান পরিচালনা করা হবে।