লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে শোভাযাত্রা ও ইসলামপুর অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপি’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর বিএনপির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সাবেক সিনিয়র সহ-সভাপতি আওয়াল খান লোহানী।
উপজেলা বিএনপির সহ-সভাপতি হেলাল উদ্দিনের সঞ্চালনায় এতে উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম তিব্বত, দপ্তর সম্পাদক হাতেম আলী সাদা, পৌর বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক সরোয়ার আলম বিপুল, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান খান সোহাগ, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনির খান লোহানী,সাখাওয়াত হোসেন সুজন প্রমূখ বক্তব্য রাখেন। এতে উপজেলা,পৌর ও ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন।
বক্তারা বলেন, ১৯৭১ সালে ২৬শে মার্চ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে তার দৃশ্যপট ঘটে। সে সময় দেশে সরকার ছিল না। জিয়াউর রহমান যখন বন্ধী ছিলেন, তখন সিপাহি জনতা একত্রিত হয়ে জিয়াউর রহমানকে বন্ধী দশা থেকে বের করে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করে। এটা পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই। তাকে কোনো ব্যক্তি মুক্তি দেয়নি, জনগণ তাকে মুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিল। তাই আজকে সেই ৭ই নভেম্বর তাকে সারা দেশ স্মরণ করছে। পরে এক বন্যার্ঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।