লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত নৃশংসতার বিরুদ্ধে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে জামালপুরের ইসলামপুরে বিএনপির উদ্যোগে প্রতিবাদ ও সংহতি র্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) পৌর শহরের কাচারী মোড় থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিন করে থানা মোড় বটতলা চত্তরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম।
তিনি ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের তীব্র নিন্দা জানিয়ে বিশ্ববাসীর প্রতি নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
এ সময় জেলা বিএনপির সহ সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকার,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুল সরকার,দপ্তর সম্পাদক রহুল আজম লুলু,উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক সোহাগ খান লোহানী,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনির খান প্রমূখ বক্তব্য রাখেন।
প্রতিবাদ মিছিলে উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ—যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতাকর্মীরা ব্যানার, প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভে অংশ নেন।
Facebook Comments Box