ফাইল ফটো
অনলাইন ডেস্ক : বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদ সংক্রান্ত মামলার শুনানি আপিল বিভাগ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।
বুধবার (২৮ মে) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন
এর আগে, ২৭ মে (মঙ্গলবার) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই শুনানির দিন নির্ধারণ করেছিলেন।
মামলার প্রেক্ষাপট অনুযায়ী, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস জয়ী হন। ফল প্রকাশের পর, ৩ মার্চ বিএনপি প্রার্থী ইশরাক হোসেন নির্বাচন নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে আদালতে মামলা করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার পর চলতি বছরের ২৭ মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করেন। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন থেকে এ বিষয়ে গেজেট প্রকাশ করা হয়।
তবে এ রায়ের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হলে, ২২ মে আদালত রিটটি খারিজ করে দেন। একই দিনে সেই আদেশের পূর্ণাঙ্গ অনুলিপিও প্রকাশ পায়। পরে রায়ের বিরুদ্ধে ২৫ মে ‘লিভ টু আপিল’ (আপিলের অনুমতি চেয়ে) আবেদন করেন রিটকারী। এ আবেদনেরই শুনানি হচ্ছে আপিল বিভাগে।
জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন জানান, হাইকোর্টের আদেশ এবং নির্বাচন কমিশনের গেজেটের কার্যকারিতা স্থগিত চেয়ে করা এ লিভ টু আপিলের শুনানি বুধবারের কার্যতালিকায় ছিল।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইট অনুযায়ী, মামলাটি ‘মো. মামুনুর রশিদ বনাম বাংলাদেশ সরকার ও অন্যান্য’ শিরোনামে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির অপেক্ষায় রয়েছে।