ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : অনলাইন আলোচনা অনুষ্ঠান তৃতীয় মাত্রা-তে উপস্থিত হয়ে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, “এই বছরের মধ্যে নির্বাচন হওয়াটা জরুরি।” অনুষ্ঠানের উপস্থাপক নুরুল হক নুরকে প্রশ্ন করেন, “নির্বাচন কবে চান?”
এমন প্রশ্নের জবাবে, নুরুল হক নুর বলেছেন, “আমরা মনে করি, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যত দ্রুত নির্বাচন হতে পারে, ততই ভালো।” তিনি আরও বলেন, “সরকার যদি কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন দেয়, সেটাই গ্রহণযোগ্য। তবে সময় অতিবাহিত হলে তা মেনে নেওয়া সম্ভব নয়। বিশেষ করে, এই বছরের মধ্যে নির্বাচন হওয়াটা জরুরি।”
নুরুল হক নুর আরও বলেন, “প্রধান উপদেষ্টা বারবার বলেছেন যে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হবে। তার বক্তব্য অনুযায়ী, নির্বাচন এর বাইরে যাবে বলে মনে হচ্ছে না।”