ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্র ও ইরান আগামী শনিবার একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে ‘সরাসরি আলোচনা’ করবে বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
অন্যদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রীও আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন, যদিও তিনি বলেছেন এটি ‘পরোক্ষ’ আলোচনা হবে, তবে একইসঙ্গে এটিকে ‘একটি সুযোগ ও একটি পরীক্ষা’ বলেও বর্ণনা করেছেন।
সোমবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক বৈঠকের পর ট্রাম্প এই আলোচনা প্রসঙ্গে ওভাল অফিসে বলেন, ‘আমাদের একটি বড় বৈঠক রয়েছে শনিবার, এবং আমরা তাদের (ইরানের) সঙ্গে সরাসরি আলোচনা করছি… যদি একটা চুক্তি হয়, তবে সেটা দারুণ হবে।’
তিনি আরও বলেন, ‘যদি আলোচনা সফল না হয়, তাহলে ইরানের জন্য সেটা একটি খুব খারাপ দিন হবে।’
ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ইরান পারমাণবিক অস্ত্র পেতে পারে না এবং যদি আলোচনায় অগ্রগতি না হয়, তাহলে আমি মনে করি এটা ইরানের জন্য ভয়ানক হবে।’
গত মাসে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর, ট্রাম্প সামরিক পদক্ষেপের ইঙ্গিতও দিয়েছিলেন।
এদিকে, ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, ‘এটি যেমন একটি সুযোগ, তেমনি একটি পরীক্ষা। বল এখন আমেরিকার কোর্টে।’
তিনি জানান, ১২ এপ্রিল ওমানে এই বৈঠক অনুষ্ঠিত হবে। তবে আলোচনায় কে বা কারা অংশ নিচ্ছেন, আলোচনা কতটা এগিয়েছে – এসব বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছু জানাননি। সূত্র: বিবিসি