সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : ইসরায়েলি সেনাবাহিনী বুধবার জানিয়েছে, তারা এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো ইয়েমেনের সানা বিমানবন্দরে হুথিদের লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সাম্প্রতিক দিনগুলিতে হুথি ইসরায়েলে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর এই হামলা চালানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এতে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সানায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
ইসরায়েল শেষবার ৬ মে সানা বিমানবন্দরে হামলা চালিয়েছিল। বিমানবন্দরের টার্মিনাল ধ্বংস করেছিল। রানওয়েতে গর্ত তৈরি করেছিল। ১৭ মে সানাগামী কিছু ফ্লাইট পুনঃরায় চালু হয়েছিল। সূত্র: এপি