ফাইল ছবি
অনলাইন ডেস্ক : কক্সবাজার টেকনাফে অভিযান ৮০ হাজার পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন মো. সামশুল আলম (৩৫), মো. নুরুল আফছার (২২), আব্দুর শুক্কুর (৩৯) ও ছলিম উদ্দিন (২৫)। এরা সকলেই টেকনাফের নাইক্ষ্যংখালী বাসিন্দা।
র্যাব-১৫’র সহকারি পরিচালক আ ম ফারুক বিষয় টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টেকনাফের হ্নীলা এলাকায় ইয়াবার একটি বড় চালান পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় মৌলভীবাজার দক্ষিণপাড়া এলাকায় র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে।
তিনি আরও জানান, র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এসময় কারবারিদের হেফাজত থাকা ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।