ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক : নয়াপল্টন এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম জসিম উদ্দিন (৪৫)।
বুধবার রাত সাড়ে ৮টায় পল্টন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার(ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, বুধবার বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ ঢাকায় প্রবেশ করছে।
এমন সংবাদের ভিত্তিতে ডিবি মতিঝিল বিভাগের একটি দল নয়াপল্টন এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে ৮টায় পল্টন মডেল থানাধীন রয়েল ক্রিস্টাল নামীয় গাড়ির শো-রুমের সামনে রাস্তার ওপর চেকপোস্ট পরিচালনা করাকালীন একটি মোটরসাইকেল তল্লাশি করার সময় ১০ হাজার পিস ইয়াবাসহ জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।