ফাইল ছবি
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ১ হাজার ৫’শ পিস ইয়াবাসহ একজন ও সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা মাহাবুবুর রহিম ও বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের বাসিন্দা মো. রমিজ।
বাঁশখালী থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নে পুটখালী ব্রিজের দক্ষিণ পাশে চেক পোস্ট বসানো হয়। এক পর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাাশি চালিয়ে মাহাবুবুর রহিমকে ১ হাজার ৫’শ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। এর আগে সকাল ৯টার দিকে কাথরিয়া ইউনিয়নের চুনতী অলিশাহ মাজার সামনে থেকে একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রমিজকে গ্রেপ্তার করা হয়। দুইজনকে পরবর্তী আইনি ব্যবস্থা নিতে আদালতে পাঠানো হয়েছে।