ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : জলপাই রঙ কিংবা ইন্ডিয়া যারাই আওয়ামীলীগ পুনর্বাসনের চেষ্টা করবে, তা জুলাইয়ের মতোই প্রতিহত করা হবে মন্তব্য করেছেন এনসিপি নেতা হান্নান মাসুদ। আজ এক ফেসবুক পোস্টের মাধ্যমে হান্নান এ কথা বলেন।
হান্নান তার ফেসবুক পোস্টে বলেন, উপদেষ্টা পরিষদের যারা তাদের এ এজেন্ডায় সায় দিবে তারা উপদেষ্টা থাকার নৈতিক অধিকার হারাবে। ধীরে ধীরে সব প্রকাশ করা হবে উল্লেখ করে তিনি আরো বলেন,যারা ছাত্রনেতা কিংবা ছাত্র উপদেষ্টাদের মাথায় লবণ রেখে বরই খাওয়ার চিন্তা কিংবা চেষ্টা করছেন, সেসকল ব্যক্তিদের মুখোশও উন্মোচন করা হবে।
জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব থেকে যখন কেউ তাদের আওয়ামী পূণর্বাসন প্রক্রিয়ায় সরাসরি বিরোধীতা করেছে, ঠিক তখনি নিউজ মিডিয়া কিংবা তথাকথিত ইন্ফ্লুয়েন্সারদের ব্যবহার করে তাদের বিতর্কিত করার জন্যে মিডিয়া ট্রায়াল চালানো হয়েছে।
গত দেড়মাস ধরে যার শিকার হয়ে যাচ্ছি আমি নিজেও। শিকার হয়েছেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, মাহফুজ আব্দুল্লাহ, হাসনাত আব্দুল্লাহসহ প্রতিটি দেশপ্রেমিক মানুষ।
আর তাদের প্রতিটি প্রপাগাণ্ডায় নিয়মিত অংশ নিয়েছে এদেশের বিশ্ববিদ্যালয় পড়ুয়া অনেক সচেতন শিক্ষার্থীসহ, তথাকথিত সুশীলগণও। কারো তথ্যপ্রমাণহীন পোস্টকে ইউনিভার্সাল ট্রুথ ধরে নিয়ে অনলাইন ব্যাশিংয়ের শিকার করা হয়েছে।
“কিভাবে গোয়েন্দা সংস্থা প্লট সাজায়, আর সেই প্লটের অংশীজন হয়ে উঠে তথাকথিত ইন্ফ্লুয়েন্সাররাও”-লিখেছিলাম কয়েকদিন আগেই একটি ঘটনাকে কেন্দ্র করে। আজ অন্তত অনুধাবন করুন।