ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের উত্তরা ক্যাম্পাসে ইয়াং লার্নার ইংলিশ লার্নিং সেন্টার-এর নতুন শাখা চালু করল ব্রিটিশ কাউন্সিল

[ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৫] রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ ক্যাম্পাসে ইয়াং লার্নার ইংলিশ সেন্টার-এর নতুন শাখা চালুর মাধ্যমে ইংরেজি ভাষা শিক্ষার কার্যক্রম সম্প্রসারণ করেছে ব্রিটিশ কাউন্সিল।

 

ঢাকার উত্তরে ৭ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য মানসম্পন্ন ইংরেজি শেখার সুযোগ তৈরিতে নতুন এ সেন্টার চালু করেছে ব্রিটিশ কাউন্সিল। এছাড়াও, রাজধানীর ফুলার রোডে ইতোমধ্যেই ব্রিটিশ কাউন্সিলের আরেকটি ইয়াং লার্নার ইংলিশ সেন্টার রয়েছে। অভিভাবকদের যাতাযাতের সময় ও দুর্ভোগ হ্রাসে উত্তরাতেও এ সেন্টার চালু করল ব্রিটিশ কাউন্সিল। এ সেন্টারে কোর্স পরিচালনা করবেন কেমব্রিজের স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষকেরা। কোর্সগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা শিক্ষার্থীদের কল্পনা ও সৃজনশীলতাকে উজ্জীবিত করার পাশাপাশি শ্রেণিকক্ষের বাইরেও তাদের যোগাযোগ দক্ষতা গড়ে তুলতে ভূমিকা রাখবে। অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রোগ্রাম ডিরেক্টর ডেভিড নক্স, ডিরেক্টর অপারেশনস-ইংলিশ অ্যান্ড এক্সামস জুনায়েদ আহমেদ; ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের উত্তরা শাখার প্রি-স্কুল ও প্রাথমিক বিভাগের প্রধান নাজমুন নাহার, সিনিয়র বিভাগের প্রধান সামসিল আরেফিন এবং গ্লোবাল ফাইন্যান্স ডিরেক্টর ভিক্টর দাতস্যুক।

 

এ সেন্টারে শিশু ও কিশোরদের জন্য নানা ধরনের কোর্স থাকবে এবং শিক্ষার ক্ষেত্রে ইন্টারঅ্যাকটিভ উপায়ে শেখা, আত্মবিশ্বাস তৈরি এবং দৃশ্যমান উন্নতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এছাড়াও, বাবা-মায়েরা সন্তানদের সাফল্য ও অর্জন উদযাপনে নিয়মিত তাদের অগ্রগতির মূল্যায়ন সম্পর্কে জানতে পারবেন।

 

এ নিয়ে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, “ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের সহযোগিতায় আমাদের নতুন ইয়াং লার্নার ইংলিশ সেন্টার চালু করতে পেরে আমরা আনন্দিত। এ উদ্যোগ শিশু ও কিশোরদের জন্য বিশ্বমানের ইংরেজি শেখার সুযোগ তৈরি করা এবং তারা যেন অ্যাকাডেমিক ও ব্যক্তিগত জীবনে সাফল্যের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে, তা নিশ্চিতে আমাদের এ উদ্যোগ আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন।”

 

নতুন সেন্টারে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে এবং ৩ অক্টোবর ২০২৫ তারিখে ক্লাস শুরু হবে। এ ব্যাপারে অভিভাকেরা প্রয়োজনীয় বিষয় সম্পর্কে জানতে পারবেন এ নাম্বারে (+৮৮ ০৯৬৬৬৭৭৩৩৭৭) কল করে অথবা এ ওয়েবসাইটে (https://bit.ly/4mQOHs9) ভিজিট করে। বিনা খরচে এ বিষয়ে তারা কনসালটেশন সেবাও গ্রহণ করতে পারবেন।

 

যুক্তরাজ্য ও বিশ্বের নানা দেশের মানুষের মধ্যে সংযোগ, বোঝাপড়া ও বিশ্বাস গড়ে তোলার মাধ্যমে শান্তি ও সমৃদ্ধিতে ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে কাজ করে ব্রিটিশ কাউন্সিল। গত ৯০ বছরে সংস্থাটি শিক্ষা, শিল্প, সংস্কৃতি, ভাষা ও সৃজনশীলতার মাধ্যমে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে ভূমিকা রাখছে। ইংরেজি ভাষা শিক্ষার কার্যক্রমের মাধ্যমে ব্রিটিশ কাউন্সিল সকল বয়সী শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি এবং অ্যাকাডেমিক, পেশাগত ও ব্যক্তিগত উন্নয়ন নিশ্চিতেও ভূমিকা রাখছে।

 

ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের উত্তরা ক্যাম্পাসে নতুন ব্রিটিশ কাউন্সিল ইয়াং লার্নার ইংলিশ সেন্টার শিশু ও কিশোরদের জন্য প্রাণবন্ত এক শিক্ষাকেন্দ্র হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এখানে তারা আনন্দদায়ক ও সহযোগিতামূলক পরিবেশে ইংরেজি ভাষা নিয়ে তাদের দক্ষতা বৃদ্ধি করতে পারবে।

শিশু ও কিশোরদের জন্য ইংরেজি কোর্সে  ভর্তি  করতে এখন  রেজিস্টার করুন: https://www.britishcouncil.org.bd/en/english-courses/kids-teens

এখনই রেজিস্টার করুন ব্রিটিশ কাউন্সিলের শিশু ও কিশোরদের জন্য ইংরেজি কোর্সে: ছবিতে কিউআর কোড যুক্ত করা হবে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আন্দোলন কারো জন্যই কল্যাণ বয়ে আনবে না : রিজভী

» হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন নুরুল হক নুর

» দোহায় তৌহিদ হোসেন-ইসহাক দার বৈঠক

» বাণিজ্য সম্পর্ক আরও জোরদার, যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত ঢাকা

» যমুনা অভিমুখে প্রাথমিক শিক্ষকরা, পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

» জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতা করা হবে: আসিফ মাহমুদ

» নবীর আদর্শ মনে প্রাণে ধারণ করে জীবন গঠন হবে ….. জেলা প্রশাসক নরসিংদী 

» ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের উত্তরা ক্যাম্পাসে ইয়াং লার্নার ইংলিশ লার্নিং সেন্টার-এর নতুন শাখা চালু করল ব্রিটিশ কাউন্সিল

» ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অধীনে ব্র্যাক ব্যাংকের দেশব্যাপী আর্থিক সাক্ষরতা প্রোগ্রাম আয়োজন

» নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে মাদক কারবারি স্বেচ্ছাসেবক দলের নেতাসহ আটক ৩

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের উত্তরা ক্যাম্পাসে ইয়াং লার্নার ইংলিশ লার্নিং সেন্টার-এর নতুন শাখা চালু করল ব্রিটিশ কাউন্সিল

[ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৫] রাজধানীর উত্তরায় ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ ক্যাম্পাসে ইয়াং লার্নার ইংলিশ সেন্টার-এর নতুন শাখা চালুর মাধ্যমে ইংরেজি ভাষা শিক্ষার কার্যক্রম সম্প্রসারণ করেছে ব্রিটিশ কাউন্সিল।

 

ঢাকার উত্তরে ৭ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য মানসম্পন্ন ইংরেজি শেখার সুযোগ তৈরিতে নতুন এ সেন্টার চালু করেছে ব্রিটিশ কাউন্সিল। এছাড়াও, রাজধানীর ফুলার রোডে ইতোমধ্যেই ব্রিটিশ কাউন্সিলের আরেকটি ইয়াং লার্নার ইংলিশ সেন্টার রয়েছে। অভিভাবকদের যাতাযাতের সময় ও দুর্ভোগ হ্রাসে উত্তরাতেও এ সেন্টার চালু করল ব্রিটিশ কাউন্সিল। এ সেন্টারে কোর্স পরিচালনা করবেন কেমব্রিজের স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষকেরা। কোর্সগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা শিক্ষার্থীদের কল্পনা ও সৃজনশীলতাকে উজ্জীবিত করার পাশাপাশি শ্রেণিকক্ষের বাইরেও তাদের যোগাযোগ দক্ষতা গড়ে তুলতে ভূমিকা রাখবে। অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রোগ্রাম ডিরেক্টর ডেভিড নক্স, ডিরেক্টর অপারেশনস-ইংলিশ অ্যান্ড এক্সামস জুনায়েদ আহমেদ; ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের উত্তরা শাখার প্রি-স্কুল ও প্রাথমিক বিভাগের প্রধান নাজমুন নাহার, সিনিয়র বিভাগের প্রধান সামসিল আরেফিন এবং গ্লোবাল ফাইন্যান্স ডিরেক্টর ভিক্টর দাতস্যুক।

 

এ সেন্টারে শিশু ও কিশোরদের জন্য নানা ধরনের কোর্স থাকবে এবং শিক্ষার ক্ষেত্রে ইন্টারঅ্যাকটিভ উপায়ে শেখা, আত্মবিশ্বাস তৈরি এবং দৃশ্যমান উন্নতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এছাড়াও, বাবা-মায়েরা সন্তানদের সাফল্য ও অর্জন উদযাপনে নিয়মিত তাদের অগ্রগতির মূল্যায়ন সম্পর্কে জানতে পারবেন।

 

এ নিয়ে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, “ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের সহযোগিতায় আমাদের নতুন ইয়াং লার্নার ইংলিশ সেন্টার চালু করতে পেরে আমরা আনন্দিত। এ উদ্যোগ শিশু ও কিশোরদের জন্য বিশ্বমানের ইংরেজি শেখার সুযোগ তৈরি করা এবং তারা যেন অ্যাকাডেমিক ও ব্যক্তিগত জীবনে সাফল্যের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারে, তা নিশ্চিতে আমাদের এ উদ্যোগ আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন।”

 

নতুন সেন্টারে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে এবং ৩ অক্টোবর ২০২৫ তারিখে ক্লাস শুরু হবে। এ ব্যাপারে অভিভাকেরা প্রয়োজনীয় বিষয় সম্পর্কে জানতে পারবেন এ নাম্বারে (+৮৮ ০৯৬৬৬৭৭৩৩৭৭) কল করে অথবা এ ওয়েবসাইটে (https://bit.ly/4mQOHs9) ভিজিট করে। বিনা খরচে এ বিষয়ে তারা কনসালটেশন সেবাও গ্রহণ করতে পারবেন।

 

যুক্তরাজ্য ও বিশ্বের নানা দেশের মানুষের মধ্যে সংযোগ, বোঝাপড়া ও বিশ্বাস গড়ে তোলার মাধ্যমে শান্তি ও সমৃদ্ধিতে ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে কাজ করে ব্রিটিশ কাউন্সিল। গত ৯০ বছরে সংস্থাটি শিক্ষা, শিল্প, সংস্কৃতি, ভাষা ও সৃজনশীলতার মাধ্যমে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে ভূমিকা রাখছে। ইংরেজি ভাষা শিক্ষার কার্যক্রমের মাধ্যমে ব্রিটিশ কাউন্সিল সকল বয়সী শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ দক্ষতা বৃদ্ধি এবং অ্যাকাডেমিক, পেশাগত ও ব্যক্তিগত উন্নয়ন নিশ্চিতেও ভূমিকা রাখছে।

 

ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের উত্তরা ক্যাম্পাসে নতুন ব্রিটিশ কাউন্সিল ইয়াং লার্নার ইংলিশ সেন্টার শিশু ও কিশোরদের জন্য প্রাণবন্ত এক শিক্ষাকেন্দ্র হয়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এখানে তারা আনন্দদায়ক ও সহযোগিতামূলক পরিবেশে ইংরেজি ভাষা নিয়ে তাদের দক্ষতা বৃদ্ধি করতে পারবে।

শিশু ও কিশোরদের জন্য ইংরেজি কোর্সে  ভর্তি  করতে এখন  রেজিস্টার করুন: https://www.britishcouncil.org.bd/en/english-courses/kids-teens

এখনই রেজিস্টার করুন ব্রিটিশ কাউন্সিলের শিশু ও কিশোরদের জন্য ইংরেজি কোর্সে: ছবিতে কিউআর কোড যুক্ত করা হবে।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com