জিমেইল-এর মেসেজ দেখা প্রয়োজন। কোনো ওটিপি বা গুরুত্বপূর্ণ ইমেল এসেছে কি-না। এদিকে ফোনে নেই ডাটা! এমন পরিস্থিতিতে কী করবেন? ইন্টারনেট ছাড়াই কিন্তু জিমেইলের মেসেজ পড়তে পারবেন। এমনকি সার্চ ও রিপ্লাইও করতে পারবেন।
গুগল সাপোর্ট অনুসারে, mail.google.com-এর মাধ্যমে ইন্টারনেট ছাড়াই আপনার জিমেইল মেসেজ পড়তে, রিপ্লাই করতে এবং সার্চ করতে পারবেন। গুগল ক্রোম-এ উপরের লিঙ্কটিকে বুকমার্ক করার পরামর্শ দিয়েছে গুগল।
কীভাবে ইন্টারনেট ছাড়াই জিমেইল ব্যবহার করবেন?
প্রথমত, আপনার কম্পিউটার বা ল্যাপটপে, ক্রোম ব্রাউজার ডাউনলোড করতে হবে।
তারপর জিমেইল অফলাইন সেটিংসে যান।
‘Enable offline mail’ অপশনটি অন করুন।
এরপর আপনার পছন্দ মতো সেটিংস সিলেক্ট করুন। সেখানে কতদিন পর পর আপনার মেল সিঙ্ক্রোনাইজ হবে, তার অপশন পাবেন।
– সবশেষে ‘Save changes’ অপশনে ক্লিক করুন।
জিমেল অফলাইনে ব্যবহার করার জন্য সেটা বুকমার্ক করে রাখুন। অ্যাড্রেসবারের ডানদিকে একটি স্টার চিহ্ন থাকবে। তাতে ক্লিক করুন। সেটা করলেই লিঙ্কটি বুকমার্ক করার অপশন পেয়ে যাবেন।
একবার এটা করে রাখলেই হল। এরপর সহজেই ক্রোমের মাধ্যমে সরাসরি জিমেইল ইনবক্স অ্যাক্সেস করতে পারবেন।