ইজিবাইক চালক ও সংবাদপত্র বিক্রেতা হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন যুবক আটক

ছবি সংগৃহীত

 

ডেস্ক রিপোর্ট : গাইবান্ধায় সদরের চাঞ্চল্যকর ইজিবাইক চালক ও সংবাদপত্র বিক্রেতা ও আনিছুর রহমান ঠান্ডা (৩৭) হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে আরিফ মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

 

রবিবার  দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৩ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। এর আগে ওইদিন সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গাইবান্ধা শহরের পৌর পার্ক থেকে তাকে আটক করা হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের পৌরপার্ক থেকে আরিফকে আটক করা হয়। আটক আরিফ মিয়ার বিরুদ্ধে চুরি ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

 

অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ঘটনার সাথে আরিফ মিয়ার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে সদর থানায় হস্তান্তর করা হবে।

 

এর আগে গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে রেলগেট এলাকায় কয়েকজন দুর্বৃত্ত যাত্রী সেজে জেলা স্টেডিয়ামে যাওয়ার কথা বলে তার ইজিবাইকে ওঠেন। পরে শহরের জেলা স্টেডিয়াম এলাকায় ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। শুক্রবার ভোর রাতে গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করায়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ওইদিন সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আনিস মারা যান ।

পরদিন শুক্রবার রাতে নিহত আনিছ মিয়ার স্ত্রী কবিতা বেগম বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি দেখানো হয়।

 

নিহত আনিছ সদর উপজেলার কিশামত ফলিয়া এলাকার মৃত হামিদ মিয়ার ছেলে। তিনি প্রায় ২০ বছর যাবৎ গাইবান্ধা শহরে সংবাদপত্র বিক্রি করে আসছেন। সংবাদপত্র বিক্রির পর প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত তিনি ইজিবাইক চালাতেন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে: আসিফ নজরুল

» ত্বকের যত্নে কমলার খোসা

» মিল ছিল আবার গরমিলও ছিল

» যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন কোর্টে হাজিরা দিতে গিয়েও বহু প্রবাসী গ্রেফতার

» সিরিজ বাঁচাতে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ

» কারা নির্বাচনে অংশ নিতে পারবেন না, জানালেন অ্যাটর্নি জেনারেল

» ‘দারিদ্র্য, বেকারত্ব ও পরিবেশ বিপর্যয় মোকাবিলায় সামাজিক ব্যবসার মডেল গ্রহণ করতে হবে’

» দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৫৪২ জন অপরাধী গ্রেফতার

» কুমিল্লায় গণপিটুনিতে ৩ জন নিহতের ঘটনায় ৩৮ জনের নামে মামলা

» গণপিটুনিতে তিনজনকে হত্যার ঘটনায় আটক ২

  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইজিবাইক চালক ও সংবাদপত্র বিক্রেতা হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন যুবক আটক

ছবি সংগৃহীত

 

ডেস্ক রিপোর্ট : গাইবান্ধায় সদরের চাঞ্চল্যকর ইজিবাইক চালক ও সংবাদপত্র বিক্রেতা ও আনিছুর রহমান ঠান্ডা (৩৭) হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে আরিফ মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

 

রবিবার  দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৩ ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী। এর আগে ওইদিন সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গাইবান্ধা শহরের পৌর পার্ক থেকে তাকে আটক করা হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের পৌরপার্ক থেকে আরিফকে আটক করা হয়। আটক আরিফ মিয়ার বিরুদ্ধে চুরি ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

 

অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ঘটনার সাথে আরিফ মিয়ার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে সদর থানায় হস্তান্তর করা হবে।

 

এর আগে গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে রেলগেট এলাকায় কয়েকজন দুর্বৃত্ত যাত্রী সেজে জেলা স্টেডিয়ামে যাওয়ার কথা বলে তার ইজিবাইকে ওঠেন। পরে শহরের জেলা স্টেডিয়াম এলাকায় ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। শুক্রবার ভোর রাতে গুরুতর অসুস্থ অবস্থায় স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করায়। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ওইদিন সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আনিস মারা যান ।

পরদিন শুক্রবার রাতে নিহত আনিছ মিয়ার স্ত্রী কবিতা বেগম বাদী হয়ে সদর থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি দেখানো হয়।

 

নিহত আনিছ সদর উপজেলার কিশামত ফলিয়া এলাকার মৃত হামিদ মিয়ার ছেলে। তিনি প্রায় ২০ বছর যাবৎ গাইবান্ধা শহরে সংবাদপত্র বিক্রি করে আসছেন। সংবাদপত্র বিক্রির পর প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত তিনি ইজিবাইক চালাতেন।

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  
উপদেষ্টা -মাকসুদা লিসা
 সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,
ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,
ব্যাবস্থাপনা সম্পাদকঃ মো: শফিকুল ইসলাম আরজু,
নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com