ফাইল ছবি
ঝিনাইদহের শৈলকূপায় ইজিবাইকের ধাক্কায় বিন্দু দাস (৪০) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ৬টার দিকে উপজেলার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বারইপাড়া নামকস্থানে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, বিকালে শৈলকূপার একটি মাঠে পিঁয়াজের চারা রোপণের কাজ শেষে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বারইপাড়া নামকস্থানে পৌঁছানো মাত্রই পিছন দিক থেকে একটি ইজিবাইক তাকে ধাক্কায় দেয়। ওই সময় আশে পাশে কেউ না থাকায় ইজিবাইক চালক তাকে তার গাড়িতে তুলে নিয়ে শৈলকূপা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যান। তবে কেউ ওই ইজিবাইক চালকের নাম পরিচয় বলতে পারেনি।
এ ব্যাপারে শৈলকূপা থানার ওসি মোঃ মাসুম খাঁন জানান, সড়ক দুর্ঘটনায় দিনমুজুর বিন্দু দাসের মৃত্যু হয়েছে। এটা আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি।