[ঢাকা, ০২ সেপ্টেম্বর, ২০২৫] বাংলাদেশে অস্ট্রেলিয়ার মোনাশ কলেজের একমাত্র অনুমোদিত অংশীদার ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ (ইউসিবিডি) ২০২৫ -এর তৃতীয় ব্যাচের শিক্ষার্থীদের জন্য মোনাশ ইউনিভার্সিটি ফাউন্ডেশন ইয়ার (এমইউএফওয়াই) প্রোগ্রামের ওরিয়েন্টেশন আয়োজন করেছে।
ইউসিবিডির গুলশান ক্যাম্পাসে অনুষ্ঠানটির এ আয়োজনে নতুন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের স্বাগত জানানো হয়। এমইউএফওয়াই আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ফাউন্ডেশন প্রোগ্রাম। সফলভাবে এ প্রোগ্রাম সম্পন্ন করার পরে শিক্ষার্থীরা অস্ট্রেলিয়া কিংবা মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ পান।
ইউসিবিডির অ্যাকাডেমিক অ্যাফেয়ার্সের ডিন অধ্যাপক মোহাম্মদ ইসমাইল হোসেনের স্বাগত বক্তব্য দিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম শুরু হয়। এরপর ইউসিবিডির প্রেসিডেন্ট ও প্রোভোস্ট অধ্যাপক হিউ গিল বক্তব্য রাখেন। তিনি বলেন, “আমি আমাদের নতুন শিক্ষার্থীদের অভিনন্দন জানাতে চাই, তারা মোনাশ ইউনিভার্সিটিতে যাওয়ার নিশ্চিত পথে অগ্রসর হয়েছে। বাংলাদেশে আমাদের শিক্ষার্থীদের ফলাফল অস্ট্রেলিয়ার চেয়েও ভালো। আমাদের এখানে শিক্ষার্থীদের ভর্তি দিন দিন বাড়ছে। এখন শিক্ষার্থী ও অভিভাবকেরা ইউসিবিডির ওপর আ¯’া রাখেন কারণ, তারা ইউসিবিডিকে আন্তর্জাতিকমানের শিক্ষা গ্রহণে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ের সাথে সেতুবন্ধন হিসেবে মনে করেন।
এছাড়াও, অনুষ্ঠানে নিজেদের মতামত তুলে ধরেন মালয়েশিয়ার মোনাশ ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের ড্যানিয়েল লাম এবং বাংলাদেশে মোনাশ ইউনিভার্সিটির প্রতিনিধি আজরা করিম।
অনুষ্ঠানে আজরা করিম বলেন, “ইউসিবিডি সবসময় সর্বো”চ অ্যাকাডেমিক মান বজায় রাখে। এখানকার শিক্ষা-সহায়ক পরিবেশ শিক্ষার্থীদের সামগ্রিকভাবে উন্নয়নে সহায়তা করে। ইউসিবিডি ধারাবাহিকভাবে দুর্দান্ত ফলাফল করে আসছে, আর এর পেছনে রয়েছে অভিজ্ঞ শিক্ষকগণ এবং আন্তর্জাতিক কারিকুলামে শিক্ষাদান পদ্ধতি। শিক্ষার্থীদের সফলতার পথে মোনাশ ইউনিভার্সিটির বিশ্বমানের অংশীদার ইউসিবিডি।”
এ প্রোগ্রামের কো-অর্ডিনেটর ও সিনিয়র লেকচারার আমব্রিন জামান ‘এমইউএফওয়াই’ প্রোগ্রামের পাঠ্যক্রম এবং ‘কনটিনিউয়াস অ্যাসেসমেন্ট’ পদ্ধতি ব্যাখ্যা করেন।
‘কনটিনিউয়াস অ্যাসেসমেন্ট’ পদ্ধতিতে শিক্ষার্থীদের গতানুগতিক ফাইনাল পরীক্ষা দিতে হয় না, তার বদলে পুরো সেমিস্টার জুড়ে বিভিন্ন ভাগে পরীক্ষা নেয়া হয়। ইউসিবিডির ডেপুটি রেজিস্ট্রার শফিক ওয়ায়েস অ্যাকাডেমিক নীতিমালা ও প্রক্রিয়া ব্যাখ্যা করেন। স্টুডেন্ট সাপোর্ট প্রধান মার্জিয়া আল-হাকিন শিক্ষার্থীদের জন্য থাকা বিভিন্ন সহায়তা ও কার্যক্রম নিয়ে কথা বলেন। এছাড়াও, আইটি এক্সিকিউটিভ বিপ্লব পাল শিক্ষার্থীদের অনলাইনে পড়াশোনার পদ্ধতি ও মোনাশ কর্তৃক সরবরাহকৃত বিভিন্ন লার্নিং মেটেরিয়াল কীভাবে ব্যবহার করতে হবে, তা দেখান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের জন্যও একটি আলাদা ওরিয়েন্টেশন সেশন আয়োজন করা হয়। এ সেশন পরিচালনা করেন অধ্যাপক হিউ গিল ও প্যারেন্ট এনগেজমেন্ট কাউন্সিলর সামিয়া সালাম। অভিভাবকেরা ‘এমইউএফওয়াই’ প্রোগ্রাম সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পান এবং এই প্রোগ্রাম শেষে শিক্ষার্থীরা কীভাবে মোনাশসহ বিশ্বের বিভিন্ন শীর্ষ¯’ানীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারবে, সে সম্পর্কেও বিস্তারিত জানতে পারেন।
ইউসিবিডি বাংলাদেশে আন্তর্জাতিক প্রোগ্রামের প্রতিষ্ঠান হিসেবে শিক্ষা মন্ত্রণালয় অনুমোদিত প্রথম প্রতিষ্ঠান। ও/এ এস/ এ/ এস এস সি/ এইচ এস সি পাশ করা শিক্ষার্থীরা এখান থেকেই মোনাশ ইউনিভার্সিটি কিংবা বিশ্বের শীর্ষ¯’ানীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। লন্ডন স্কুল অব ইকনোমিকস এবং ইউনিভার্সিটি অব ল্যাঙ্কাশায়ার এর আন্তর্জাতিক ডিগ্রি নিজ দেশে ঢাকার ইউসিবিডি ক্যাম্পাস থেকেই সম্পন্ন করতে পারবেন।