ছবি সংগৃহীত
অনলাইন ডেস্ক :ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর সুমিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে দুই শিশুসহ অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অর্ধশতাধিক মানুষ।
এছাড়া অন্য একটি মিসাইল হামলায় অঞ্চলটির প্রধান শহর ও প্রশাসনিক কেন্দ্র বিদ্যুৎবিহীন হয়ে গেছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সুমি শহরের একটি আবাসিক ভবনে মিসাইলের আঘাতে দুই শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। রবিবার গভীর রাতে শহরের ৯ তলা ভবনে রুশ মিসাইলটি আঘাত হানে।
হামলায় আট শিশুসহ আরও ৫৫ জন আহত হয়েছে বলে সুমির সিটি কাউন্সিল টেলিগ্রাম মেসেজিং অ্যাপে জানিয়েছে।
সুমি সামরিক প্রশাসনের প্রধান ভলোদিমির আর্টিউখ প্রশাসনের টেলিগ্রাম বার্তা চ্যানেলে দেওয়া এক পোস্টে বলেছেন, “রবিবার সন্ধ্যায় সুমি শহরের জন্য নরকে পরিণত হয়েছিল, রাশিয়া আমাদের এই ভূমিতে ট্র্যাজেডি নিয়ে এসেছে।
সামরিক প্রশাসন বলেছে, রাশিয়ার নিক্ষেপ করা আরেকটি ক্ষেপণাস্ত্র গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আঘাত করেছে, যার ফলে শহরটি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। সূত্র: রয়টার্স