রাশিয়ার আগ্রাসনের আশঙ্কায় ইউক্রেনে জরুরি অবস্থা জারি করা হয়েছে।। আগামী এক মাস এই জরুরি অবস্থা বহাল থাকতে পারে বলে জোনিয়েছে দেশটির নিরাপত্তা পরিষদ।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কাউন্সিলের এক বৈঠকের পর শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ওলেকসি দানিলভ বলেন- দোনেৎস্ক ও লুহানস্ক ব্যতীত সব অঞ্চলেই জরুরি অবস্থা জারি করা হবে। ওই দুটি অঞ্চলে ইউক্রেনের বাহিনী ইতোমধ্যে রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে জরুরি অবস্থা ৩০ দিন স্থায়ী হবে। তবে, এই উদ্যোগ অবশ্যই ইউক্রেনের সংসদে অনুমোদিত হতে হবে।
এদিকে ইউক্রেন সীমান্তের কাছে দেড় লাখের বেশি সেনা মোতায়েন করেছে রাশিয়া। এ নিয়ে পশ্চিমা বিশ্বের শঙ্কা, যেকোনো মুহূর্তে ইউক্রেনে হামলা চালাতে পারে রাশিয়া।