ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘স্বাধীনতার মূলমন্ত্র ছিল গণতন্ত্র। কিন্তু স্বাধীনতা পাওয়ার পরও দেশের গণতন্ত্র বারবার হরণ করেছে আওয়ামী লীগ। তারা সব সময় মিথ্যা ও ভাঁওতাবাজি করে দেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরখান এলাকায় গরিব, দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধান অতথির বক্তব্যে রিজভী বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার কথা ও কাজের সঙ্গে মিল ছিল না। তিনি জনগণের ক্ষমতা কেড়ে নিয়ে নিজে মালিক সেজে বসেছিলেন। ব্যাংক-বীমা ও বড় বড় প্রকল্পের আড়ালে তার পরিবার অর্থ লুট করেছে। যা সব দেশের বাইরে পাচার করেছে শেখ পরিবার।
জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘প্রধান উপদেষ্টার কথার সঙ্গে কাজের যথার্থ মিল থাকা উচিত। ডিসেম্বরে নির্বাচনের কথা বললেও সেটি আবার মার্চ বা জুনে চলে যায় কিভাবে? আমরা নির্বাচনের জন্য দ্রুত সুনির্দিষ্ট তারিখ ঘোষণার আহ্বান জানাই।’ ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।