ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাবনা নিয়ে সম্প্রতি মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।
তিনি বলেন, “আওয়ামী লীগ কোথায় রাজনীতি করবে? কার কাছে যাবে নির্বাচন করতে? কে রাজনীতি করবে? কোন মুখে রাজনীতিতে আসবে? কে আসবে? কে পার্টি অফিস খুলবে?” তার মতে, দেশের বিভিন্ন জেলা ও গ্রামে আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, ” জেলা পর্যায় থেকে প্রতিটি গ্রামে গ্রামে যাদের কাছে লাশ যাদের কাছে লাশগুলো পৌছেছে সেই জনগণ আওয়ামী লীগের প্রতি কীভাবে প্রতিক্রিয়া দেখাবে? আওয়ামী লীগ কীভাবে তাদের সামনে গিয়ে রাজনীতি করবে?”
তিনি বলেন, “আওয়ামী লীগ যদি সত্যিকারের অনুশোচনা থেকে রাজনীতিতে ফিরে আসে, তাহলে সেটাতে কোনো সমস্যা দেখছি না।”