অনুবাদঃ মোহাম্মদ আসাদুল্লাহ : অতীতকে মনে রাখা এবং সবসময়ে নিজেদের সাথে বহন করে নিয়ে যাওয়া সত্তার পূর্ণতার জন্যেই প্রয়োজন। আমাদের আত্না যাতে কুঁচকে না যায় এবং সেটি যাতে নিজ আয়তনকে রক্ষা করতে পারে, সেজন্যেই আমাদের স্মৃতিগুলোকে টবের ফুলের মতো পানি দিয়ে পরিচর্যা করতে হবে। এই প্রতিনিয়ত পানি দেওয়া বা পরিচর্যার মাধ্যমেই অতীতের সাক্ষী তথা বন্ধুদের সাথে আমরা যোগাযোগ করতে সক্ষম হব।
বন্ধুরাই হলো আমাদের আয়না; আমাদের স্মৃতি। তাদের কাছ থেকে আমাদের কিছুই চাওয়ার নেই। কিন্তু সময়ে সময়ে তারা আমাদের স্মৃতির আয়নাকে পালিশ করে থাকে। এবং সেই আয়নার ভেতরেই আমরা নিজেদেরকে দেখতে পাই।
সূএ:ডেইলি-বাংলাদেশ ডটকম
Facebook Comments Box