সংগৃহীত ছবি
অনলাইন ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে সংবাদ সম্মেলনে হট্টগোল ও বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন গণঅধিকার পরিষদের নেতারা। এসময় নমিনেশন না পেয়ে সম্মেলনস্থলে বসে পড়েন এক নেতা। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে ৩৬ আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে দলটি।
পরে গাজীপুর-২ আসন থেকে নমিনেশন না পেয়ে দলটির কেন্দ্রীয় নেতা মাহফুজুর রহমান খান সংবাদ সম্মেলনেই হট্টগোল শুরু করেন। এসময় দলের অন্য নেতারা তাকে বুঝানোর চেষ্টা করলেও তিনি তাদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে তিনি সম্মেলনস্থলে বসে পড়েন।
জানা গেছে, সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে গাজীপুর-২ আসন থেকে নমিনেশন দেওয়া হয়েছে আবদুর রহমানকে। তবে দলটির কেন্দ্রীয় নেতা মাহফুজুর রহমান খান ওই আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের সভাপতি নির্বাচিত নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। এ সময় রাশেদ খান বলেন, গাজীপুর-২ আসনে দুইজন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। এরমধ্যে একজনকে সেই আসনে প্রার্থী ঘোষণা করেছি। মাহফুজুর রহমান খানকে আমরা অন্য আসনে চিন্তাভবনা করছি।