আলোচিত সেলিম প্রধানের রেস্টুরেন্টে ছাত্র-জনতা

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  ক্যাসিনোকাণ্ডে আলোচিত এবং অর্থপাচার মামলায় দণ্ডপ্রাপ্ত সেলিম প্রধানের গ্রেপ্তারের একদিন পর উত্তেজনার ঘটনা ঘটেছে রাজধানীর বারিধারায়। রোববার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বারিধারা ডিপ্লোমেটিক জোনের ১৩ নম্বর রোডে অবস্থিত ‘নেক্সাস ক্যাফে প্যালেসে’ ছাত্র-জনতার একটি দল গিয়ে বিক্ষোভ করে।

 

তাদের অভিযোগে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ছবি ও স্মৃতিবিজড়িত বই একজন অপরাধীর ব্যবসায়িক প্রতিষ্ঠানে রাখা যাবে না। এজন্য তারা ক্যাফের কর্মচারীদের উদ্দেশে এসব সরিয়ে ফেলার দাবি জানায়। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

সরেজমিনে দেখা যায়, ক্যাফের সামনের মূল ফটক খোলা এবং বাইরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সংশ্লিষ্ট কিছু বই রাখা হয়েছে। এছাড়া ক্যাফের ওপরে নিহত শহীদ মুগ্ধর একটি বড় ছবি টানানো রয়েছে।

 

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) রিশাদ বলেন, ওসি স্যার ফোন করে আমাকে এখানে আসতে বলেন। আমি এসে দেখি লোকজন এখান থেকে চলে যাচ্ছে। তবে ভেতরে কোনো হামলা বা ভাঙচুর হয়নি। কিছু জিনিসপত্র বাইরে রাখা হয়েছে।

 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রথমে তাদের কাছে খবর আসে ক্যাফেতে ডাকাতির ঘটনা ঘটছে। কিন্তু পরে গিয়ে দেখা যায়, ছাত্র-জনতা পরিচয়ে একদল লোক দাবি তুলেছে—অপরাধী সেলিম প্রধানের ক্যাফেতে গণঅভ্যুত্থানের কোনো স্মৃতি রাখা যাবে না। কর্তৃপক্ষ পরে তাদের দাবির পরিপ্রেক্ষিতে জিনিসপত্র সরিয়ে নেওয়ার কাজ শুরু করে।

 

ঘটনাস্থলে উপস্থিত ছাত্র-জনতার জিয়াদ নামে এক যুবক সাংবাদিকদের বলেন, এই ক্যাফেতে মাদক কারবার হয়। আমরা চাই না কোনো মাদক কারবারি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ছবি বা স্মৃতি ব্যবহার করুক। তাই আমরা এসেছি এগুলো নামিয়ে দেওয়ার জন্য। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে আমাদের দাবি মেনে নেন এবং এখান থেকে স্মৃতিবিজড়িত সব জিনিসপত্র সরিয়ে নেওয়া হচ্ছে। যেহেতু দাবি মানা হয়েছে, তাই আমাদের আর এখানে থাকার প্রয়োজন নেই।

 

এর আগে শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকার বারিধারা এলাকা থেকে সেলিম প্রধানকে গ্রেপ্তার করে পুলিশ। গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. আল আমিন হোসাইন জানান, সেলিম প্রধান বারিধারা এলাকায় সিসা বার পরিচালনা করছিলেন। তার মালিকানাধীন বার থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

 

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» মব করে মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার সুযোগ নেই: সেনাসদর

» আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, আলেমদের সতর্ক থাকতে হবে: মাহমুদুর রহমান

» এবার দুদকের মামলায় গ্রেপ্তার বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলম

» দেশের লাভ হলে বিদেশিদের টার্মিনাল পরিচালনার দায়িত্ব দিতে সমস্যা নেই: সাখাওয়াত হোসেন

» সকল সাংবাদিকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্য উপদেষ্টা

» ডাকসু নির্বাচনে ২ হাজারের বেশি পুলিশ, সোয়াট টিম, ডগ স্কোয়াড প্রস্তুত : ডিএমপি কমিশনার

» বর্ষপূর্তি উপলক্ষে রিভোর ‘মেগা ক্যাশব্যাক’ অফার

» পাওনা টাকা পরিশোধের কথা বলে, যুবককে ডেকে নিয়ে গলাকেটে  হত্যা চেষ্টা, গ্রেফতার ২ 

» বনপাড়া শহর তৃনমুল নেতা-কর্মীদের সাথে জেলা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় 

» সেরা নারী চিফ টেকনোলজি অফিসার অ্যাওয়ার্ড জিতলেন ব্র্যাক ব্যাংকের নুরুন নাহার বেগম

  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আলোচিত সেলিম প্রধানের রেস্টুরেন্টে ছাত্র-জনতা

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক :  ক্যাসিনোকাণ্ডে আলোচিত এবং অর্থপাচার মামলায় দণ্ডপ্রাপ্ত সেলিম প্রধানের গ্রেপ্তারের একদিন পর উত্তেজনার ঘটনা ঘটেছে রাজধানীর বারিধারায়। রোববার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বারিধারা ডিপ্লোমেটিক জোনের ১৩ নম্বর রোডে অবস্থিত ‘নেক্সাস ক্যাফে প্যালেসে’ ছাত্র-জনতার একটি দল গিয়ে বিক্ষোভ করে।

 

তাদের অভিযোগে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ছবি ও স্মৃতিবিজড়িত বই একজন অপরাধীর ব্যবসায়িক প্রতিষ্ঠানে রাখা যাবে না। এজন্য তারা ক্যাফের কর্মচারীদের উদ্দেশে এসব সরিয়ে ফেলার দাবি জানায়। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

সরেজমিনে দেখা যায়, ক্যাফের সামনের মূল ফটক খোলা এবং বাইরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সংশ্লিষ্ট কিছু বই রাখা হয়েছে। এছাড়া ক্যাফের ওপরে নিহত শহীদ মুগ্ধর একটি বড় ছবি টানানো রয়েছে।

 

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) রিশাদ বলেন, ওসি স্যার ফোন করে আমাকে এখানে আসতে বলেন। আমি এসে দেখি লোকজন এখান থেকে চলে যাচ্ছে। তবে ভেতরে কোনো হামলা বা ভাঙচুর হয়নি। কিছু জিনিসপত্র বাইরে রাখা হয়েছে।

 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রথমে তাদের কাছে খবর আসে ক্যাফেতে ডাকাতির ঘটনা ঘটছে। কিন্তু পরে গিয়ে দেখা যায়, ছাত্র-জনতা পরিচয়ে একদল লোক দাবি তুলেছে—অপরাধী সেলিম প্রধানের ক্যাফেতে গণঅভ্যুত্থানের কোনো স্মৃতি রাখা যাবে না। কর্তৃপক্ষ পরে তাদের দাবির পরিপ্রেক্ষিতে জিনিসপত্র সরিয়ে নেওয়ার কাজ শুরু করে।

 

ঘটনাস্থলে উপস্থিত ছাত্র-জনতার জিয়াদ নামে এক যুবক সাংবাদিকদের বলেন, এই ক্যাফেতে মাদক কারবার হয়। আমরা চাই না কোনো মাদক কারবারি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ছবি বা স্মৃতি ব্যবহার করুক। তাই আমরা এসেছি এগুলো নামিয়ে দেওয়ার জন্য। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে আমাদের দাবি মেনে নেন এবং এখান থেকে স্মৃতিবিজড়িত সব জিনিসপত্র সরিয়ে নেওয়া হচ্ছে। যেহেতু দাবি মানা হয়েছে, তাই আমাদের আর এখানে থাকার প্রয়োজন নেই।

 

এর আগে শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে ঢাকার বারিধারা এলাকা থেকে সেলিম প্রধানকে গ্রেপ্তার করে পুলিশ। গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. আল আমিন হোসাইন জানান, সেলিম প্রধান বারিধারা এলাকায় সিসা বার পরিচালনা করছিলেন। তার মালিকানাধীন বার থেকেই তাকে গ্রেপ্তার করা হয়।

 

Facebook Comments Box

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



  

 

আমাদের সাথে যোগাযোগ করুন:ই-মেইল : [email protected]

Design & Developed BY ThemesBazar.Com