আমি স্বাধীন
আমি পরাধীন,
আমার আছে বিদ্রোহী আওয়াজ কন্ঠ।
আমি মানব,
আমি নয় দানব।
উড়াব সত্যের নিশান
গাইব শিকল পড়ার গান।
যতক্ষণ আছে শরীরে রক্ত
করবো জাতি মিথ্যা মুক্ত।
সত্যের তরে আমি বিলিয়ে দিব প্রান,
রেখে যাব আমি সত্যের মান।
যে যা পারে যাকনা বলে,
কি যায় আসে তাতে আমার।
মান রাখব বলে,
নীরবে সইবো না অত্যাচার।
রুখে দাড়াঁবো,
যমদূত হয়ে।
অন্যায়কে প্রশ্রয় দিবনা,
অত্যাচারিকে ছাড়বনা।
রেখে যাব সত্যের মান,
কাব্য আমার দিবে তা প্রমাণ।
সূএ:পূর্বপশ্চিমবিডি