অনেকের ধারণা, রণবীর কাপুরের জন্যই ক্যাটরিনা সালমানকে ছেড়েছিলেন। আর নেটিজেনদের মতে, সালমান ক্যাটরিনাকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন, যা মেনে নিতে পারেননি অভিনেত্রী।
যা-ই হয়ে থাক, তাদের বিচ্ছেদ যে খুব একটা মধুর ছিল না, সেটা প্রকাশ্যেই স্পষ্ট ছিল। একসময় সালমান অন স্ক্রিনেও ক্যাটরিনাকে অপমান করতেও দ্বিধা করেননি। তেমনই একটা ঘটনা সম্প্রতি অন্তর্জালে আবারও ছড়িয়ে পড়েছে।
একবার ‘বিগ বস’-এর মঞ্চে অতিথি হিসেবে এসেছিলেন ক্যাটরিনা, তখন তার ছবি ‘টিস মার খান’ মুক্তির অপেক্ষায়। সেই সময় সালমান মজা করে জিজ্ঞাসা করেন, “এই ছবিতে তোমার হিরো কে?”
ক্যাটরিনা বলেন, ‘অক্ষয় কুমার’। অভিনেত্রীর মুখ থেকে অক্ষয়ের নাম শুনতেই সালমান বলে বসেন, “অক্ষয় কুমার, সালমান খান—সবাইকে পেরিয়ে এখন তুমি রণবীর কাপুরকে ধরেছো। আরও নীচে নামবে? এর চেয়েও ছোট কাউকে চাই?”
সালমানের এমন মন্তব্য শুনে ক্যাটরিনা ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েছিলেন। লজ্জায় লাল হয়ে যান, তবে কোনও প্রতিক্রিয়া দেননি।
যদিও সে সময় তাঁদের সম্পর্কে টানাপোড়েন তুঙ্গে ছিল, তবে বর্তমানে কিন্তু চিত্রটা তেমন নেই। সময়ের সঙ্গে সঙ্গে তাদের বরফ গলেছে। ক্যাটরিনার সঙ্গে পরবর্তীতে সিনেমায় জুটি বেধেও কাজ করেছেন সালমান।