ছবি সংগৃহীত
ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগ সরকারের সাত বছরের শাসনকাল নিয়ে কথা বলার সময়, আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, “বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এখনও অন্যান্য বিপ্লব পরবর্তী দেশের তুলনায় তুলনামূলকভাবে ভালো অবস্থায় রয়েছে।
তিনি আরও বলেন, “আমরা যদি সিরিয়া, মিসর বা তিউনিসিয়া থেকে শিখি, সেখানে কী পরিস্থিতি বিরাজ করছে, তাহলে বুঝতে পারব যে বাংলাদেশ এখনও অনেক ভালো অবস্থায় আছে। বিশেষত, স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশে যে পরিস্থিতি হয়েছিল, তার তুলনায় এখন আমরা অনেক উন্নত অবস্থানে আছি।
আসিফ নজরুল বলেন, “শেখ হাসিনার ১৫ বছর শাসনকালে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। তিনি নিজে এককভাবে ক্ষমতায় পরিণত হয়েছেন এবং রাষ্ট্রের সিস্টেমগুলোতে ব্যাপক ক্ষতি সাধন করেছেন।” এছাড়া, সরকারের বিরুদ্ধে নানা সমালোচনার বিষয়েও তিনি মন্তব্য করেন। তার দাবি, তার বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হলেও, তিনি কখনও মামলা করতে যাননি। “আমার নামে বহু বাজে কথা বলা হয়েছে, তবে কখনো মামলা করিনি। এইটুকুই সংস্কারের চিহ্ন,” বলেন তিনি।
এসময়, সাংবাদিকরা তার কাছে সরকারের বর্তমান রাজনৈতিক আন্দোলন সম্পর্কে প্রশ্ন করেন। এ বিষয়ে আসিফ নজরুল জানান, “এখনো এই আন্দোলন যথাযথ পথে রয়েছে এবং ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে।”